মেলবোর্ন টেস্ট: আম্পায়ারিং ও ডিআরএসের দিকে অভিযোগের আঙুল হাফিজের

মাঠে আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে রিজওয়ানেরএএফপি

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হারের পর আম্পায়ারিং এবং ডিআরএস প্রযুক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছে পাকিস্তান। আম্পায়ারিংয়ে বেশ কিছু ভুল বক্সিং ডে টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে, এ ছাড়া ‘অভিশপ্ত’ ডিআরএস প্রযুক্তি ভালোভাবে যাচাইয়ের দাবি তোলা হয়েছে সফরকারী দলের পক্ষ থেকে।

আরও পড়ুন

পাকিস্তান দলের পরিচালক মোহাম্মদ হাফিজ দাবি করেছেন, মেলবোর্নে অস্ট্রেলিয়ার চেয়ে ‘ভালো খেলেছে’ পাকিস্তান। সিরিজের এই দ্বিতীয় টেস্টে ‘ভুলভাল আম্পায়ারিং’–এরও সমালোচনা করেছে তারা। পার্থ এবং মেলবোর্নের পরাজয়ে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে হারল পাকিস্তান। মেলবোর্নে জয়ের জন্য ৩১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে ২৩৭ রানে অলআউট হয় শান মাসুদের দল।

মোহাম্মদ রিজওয়ানের আউটটি নিয়ে প্রশ্ন তুলেছেন হাফিজ। বল তাঁর গ্লাভস স্পর্শ করেনি—রিজওয়ান এই দাবিতে অনড় বলে জানিয়েছেন তিনি। কিন্তু ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি রিজওয়ানকে আউট ঘোষণা করে। সিদ্ধান্তটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতোই ছিল। রিজওয়ানের আউটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২১৯। পাকিস্তানের ধস নামে সেখান থেকেই। মাত্র ৪০ বলের মধ্যে ১৮ রান তুলতেই রিজওয়ানসহ সর্বশেষ ৫ উইকেট হারায় পাকিস্তান।

রিজওয়ান রিভিউয়ের সময় এবং ডিআরএস সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরও মাঠে আম্পায়ারের সঙ্গে কথা–কাটাকাটি করেছেন। তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ভিডিও রিপ্লেতে দেখতে পান বল তাঁর গ্লাভসের রিস্টব্যান্ড স্পর্শ করেছে। ম্যাচ শেষে হাফিজ এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ কর্প’ তাঁর বক্তব্য প্রকাশ করেছে, ‘হ্যাঁ, দল হিসেবে আমরা কিছু ভুল করেছি। সেটা মেনে নিচ্ছি। আমরা এগুলো ঠিক করার চেষ্টা করব। কিন্তু একই সময়ে আমি মনে করি ভুলভাল আম্পায়ারিং, প্রযুক্তির অভিশাপ...এমন ফল এনে দিয়েছে যেটা অন্য রকম হওয়া উচিত ছিল। তাই আমি মনে করি এসব জায়গা ঠিক করতে হবে।’

আরও পড়ুন

ডিআরএস নিয়ে প্রশ্ন তুলে হাফিজ বলেছেন, ‘আমি প্রযুক্তির পক্ষে...কিন্তু এটা যদি সন্দেহের উদ্রেক করে এবং খেলায় অভিশাপ বয়ে আনে, তবে সেটি অগ্রহণযোগ্য। (বল স্টাম্পে লাগলে) সব সময়ই আউট। তাহলে সেটি আম্পায়ার্স কল কেন। এটা আমি কখনো বুঝতে পারব না। সমর্থকেরাও বুঝবে না এই প্রযুক্তি সব সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না কেন। তাতে ম্যাচের ফলও পাল্টে যায়। আমি বলব পাকিস্তান অন্য দলটির চেয়ে ভালো খেলেছে। ব্যাটিংয়ে আমাদের “ইনটেন্ট” বেশি ভালো ছিল। বোলিংয়েও সঠিক জায়গায় বল ফেলতে পেরেছি।’

আউট হয়ে ফিরছেন রিজওয়ান
এএফপি

শুধু রিজওয়ানের বিতর্কিত সিদ্ধান্তের বেলায়ই নয়, এই ম্যাচে আম্পায়ারিংয়ে আরও কিছু ভুল হয়েছে বলে দাবি করেছেন হাফিজ, ‘শুধু রিজওয়ানের সিদ্ধান্তই নয়, যদি ম্যাচে তাকান, আম্পায়ারদের ভুলভাল সিদ্ধান্ত চোখে পড়বে। আমরা সবাই সহজাত গুণাগুণ থেকে ক্রিকেটটা খেলি এবং খেলাটার মৌলিক বিষয়গুলো জানি। কিন্তু কখনো কখনো এটাকে প্রযুক্তির প্রদর্শনী মনে হয়। যেটা খেলছি, সেটা যেন ক্রিকেট নয়।’

আরও পড়ুন