টেস্ট দলে মুশফিকের জায়গায় হৃদয়

প্রথমবার বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়প্রথম আলো

চট্টগ্রামে শেষ ওয়ানডেতে উইকেট কিপিং করতে গিয়ে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। এরপর গতকাল আসে চূড়ান্ত দুঃসংবাদ। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে যান তিনি।

আজ মিরপুরের বিসিবি কার্যালয়ে নির্বাচক কমিটির সভা বসেছিল মুশফিকের বিকল্প ঠিক করতে। সূত্র জানিয়েছে, বিকল্প হিসেবে নির্বাচক কমিটি তাওহিদ হৃদয়কে টেস্ট দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকালের মধ্যেই হৃদয়ের সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

গত বছরের মার্চে আন্তর্জাতিক অভিষেক হওয়া হৃদয় বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্ট দলে ডাক পাওয়ার পর এবার তাঁর সামনে খুলে যাচ্ছে টেস্ট অভিষেকের দুয়ারও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। চট্টগ্রামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

চট্টগ্রামে গত সোমবার সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আঙুলে চোট পান মুশফিকুর রহিম
প্রথম আলো

এখনো টেস্ট অভিষেক না হলেও ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে হৃদয়ের রান ৯১৩। সেঞ্চুরি করেছেন ৩টি, আছে ডাবল সেঞ্চুরিও।

গত পরশু চট্টগ্রামে ৪ উইকেটে জেতা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় পেসার তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। ব্যথা যে বেশ ভালোই পেয়েছিলেন, সেটা তাঁর চোখেমুখেই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল।

আরও পড়ুন

অবশ্য আঙুলে ম্যাজিক স্প্রে করে টেপ পেঁচিয়ে কিপিং চালিয়ে যান তিনি। পরে ব্যাটিংয়েও দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মুশফিক, সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সঙ্গে গড়েছেন অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিও।