সাকিব যখন শুধুই একজন স্পিন বোলিং অলরাউন্ডার

চোখের সমস্যার কারণে ব্যাটিং করতে কিছুটা অসুবিধা হয় সাকিব আল হাসানের। এবারের বিপিএলে তাই বোলিংটাই মুল রংপুরের সাকিবেররংপুর রাইডার্স

সাকিব আল হাসান—স্পিন বোলিং অলরাউন্ডার। পরিচয়টা শুনতে অনেকেরই খটকা লাগতে পারে। ক্রিকেট বিশ্বে সাকিব মানেই অলরাউন্ডার। ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া তো বলেছেনই, সাকিব হচ্ছেন অলরাউন্ডারদের ‘ড্যাডি’। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৫ বছরের সে পরিচয়টা এবারের বিপিএলে এসে বদলে গেল। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুরের ম্যাচে যে সাকিবকে দেখা গেল, তাঁকে ‘অলরাউন্ডার’ বলা যাবে না!

কারণটা খুঁজে পাবেন ম্যাচের স্কোরকার্ডেই। সাকিব বল করেছেন ৪ ওভার। কোনো উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ২১, ডট বল ১০টি। ব্যাটিংয়ে নেমেছেন ৮ নম্বরে, সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে। ৪ বল খেলে মাত্র ২ রান করে আউট হয়েছেন তিনি। বিপিএলে এর আগে একবার ৮ নম্বরে ব্যাটিং করেছেন—২০১৬ সালে ঢাকা ডিনামাইটস ও রাজশাহী কিংসের ম্যাচে। আজ তাঁর আগে ব্যাটিংয়ে নেমেছেন শামীম হোসেন, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নুরুল হাসান

আরও পড়ুন
সাকিব আজ ব্যাটিংয়ে নেমেছেন ৮ নম্বরে
বিসিবি

রংপুরের রান তাড়ায় চার নম্বর ব্যাটসম্যান হিসেবে আজ ক্রিজে নামেন শামীম। যখন খুলনার বোলিং আক্রমণে দুজন বাঁহাতি স্পিনার বোলিং করছিলেন, তখন একজন বাঁহাতিকে ক্রিজে পাঠাতে হতো রংপুরের। কিন্তু ডাগআউটে সাকিব থাকার পরও রংপুর খেলিয়েছে শামীমকে। তাঁর ব্যাট থেকে এসেছে ২২ বলে ৩০ রান।

ব্যাটিং অর্ডারে সাকিবের অবনমনটা অবশ্য প্রত্যাশিত ছিল। বাঁ চোখের সমস্যা সাকিবের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। গত পরশু রাতে সিঙ্গাপুরে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। গতকাল রাতে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন।

আরও পড়ুন

রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়। তবে সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ আশাবাদী, নমনীয় চিকিৎসাপদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আপাতত সেভাবেই চলবে সাকিবের চোখের চিকিৎসা। তবে পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। সেরা ছন্দে ফিরতে সময় লাগবে ‘ব্যাটসম্যান’ সাকিবেরও। তত দিনে সাকিবকে খেলতে হবে স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকায়। যিনি বোলিং করবেন চার ওভার, ব্যাটিং করবেন দলের প্রয়োজনে।

রংপুরের কোচ সোহেল ইসলামও আজ খেলা শেষে সে কথাই বললেন। সাকিবের ৮-এ নামার কারণ ব্যাখ্যায় তাঁর যুক্তি, ‘আপনারা সবাই জানেন, তার চোখে সমস্যা আছে। এখানে আসলে…বোলিংটা করা যায়। কিন্তু ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু সেই প্রস্তুতিটা নিতে পারেনি, সে জন্য আসলে ব্যাটিংয়ে পরে নেমেছে।’ বিপিএলে সাকিবকে কী এই দায়িত্বেই দেখা যাবে? এ প্রশ্নের উত্তরে রংপুরের কোচ বলেছেন, ‘আমার সঙ্গে যেটা কথা হয়েছে, ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

আরও পড়ুন