কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই পার্থে নামছে পাকিস্তান, দুই পেসারের অভিষেক

কাল শুরু তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টছবি: এক্স/পাকিস্তান ক্রিকেট

বেনো–কাদির ট্রফি। অস্ট্রেলিয়া–পাকিস্তান টেস্ট সিরিজের বিজয়ীরা পায় এই ট্রফিটা। দুই লেগ স্পিন কিংবদন্তির নামে যে সিরিজ, সেই সিরিজের প্রথম টেস্টটা পাকিস্তান খেলতে নামছে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই।

অস্ট্রেলিয়া–পাকিস্তান তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামীকাল পার্থে শুরু হবে। একদিন আগেই সেই টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়া খেলতে যাওয়া পাকিস্তানের হয়ে দুই পেসার আমের জামাল ও খুররম শেহজাদের অভিষেক হতে যাচ্ছে। পাকিস্তান একাদশে অনিয়মিত স্পিনার হিসেবে আছেন আগা সালমান।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ারও আজ তাদের একাদশ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া অনুমিত একাদশ নিয়েই মাঠে নামছে। সর্বশেষ টেস্ট থেকে পরিবর্তন একটি।  চোট কাটিয়ে ফিরেছেন স্পিনার নাথান লায়ন। বাদ পড়েছেন আরেক স্পিনার টড মার্ফি। তিন পার্থ টেস্টের স্কোয়াডেই ছিলেন না।

বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর এটি পাকিস্তানের প্রথম ম্যাচ। এই ম্যাচে দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে পাকিস্তান ব্যাটসম্যান শান মাসুদের। পার্থে পাকিস্তানের হয়ে ওপেন করবেন ইমাম–উল–হক ও আবদুল্লাহ শফিক। মাসুদ তিনে আর বাবর চারে। এই টেস্টে মোহাম্মদ রিজওয়ান ও সরফরাজ আহমেদ—এই দুই উইকেটকিপার ব্যাটসম্যানের মধ্যে সরফরাজকে নেওয়া হয়েছে। সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।

পেস বিভাগে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে থাকবেন অভিষিক্ত পেসার আমির জামাল ও খুররম শাহজাদ এবং অলরাউন্ডার ফাহিম। বিশেষজ্ঞ স্পিনার না থাকলেও সময় সুযোগ হাত ঘোরাবেন সালমান আগা ও সৌদ শাকিল। ২৪ বছর বয়সী খুররম ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৩৬টি। অন্যদিকে জামাল ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৮০টি। রান করেছেন ৩৭ ইনিংসে ২০ গড়ে ৬৫৮।

অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে প্রথম টেস্টে কোনো পরীক্ষা নিরীক্ষায় যায়নি। ওপেনার হিসেবে ভরসা রেখেছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার ওপর। একাদশের বাইরে আছেন ক্যামেরন গ্রিন। অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার ভরসা রেখেছে মিচেল মার্শের ওপর।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় পাকিস্তানে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি।সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ১৩টি টেস্ট সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকিস্তান। শুধু সিরিজ কেন, এখন পর্যন্ত সেখানে ৩৭টি টেস্ট খেলা হয়েছে, তারা জিতেছে মাত্র ৪টি। তবে শেষ জয়টি এসেছে ২৮ বছর আগে।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন

পাকিস্তান একাদশ

ইমাম–উল–হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল ও খুররম শেহজাদ
আরও পড়ুন