ধোনি যখন ‘ম্যারেজ কাউন্সিলর’: নতুন বর-কনেকে দিলেন পরামর্শ
চোখে কালো চশমা, ছাঁটা চুল আর হালকা দাড়ি—মহেন্দ্র সিং ধোনিকে চেনাই যাচ্ছে না! কিন্তু মুখের সেই হাসিটা ঠিক আগের মতোই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন, এখন বছরে শুধু আইপিএলের কয়েকটা মাসই তাঁকে মাঠে দেখা যায়। মাঠের বাইরেও সাধারণত জনসমক্ষে খুব একটা আসেন না। তবে এবার আলোচনায় এসেছেন একেবারেই ভিন্ন কারণে—ক্রিকেট নয়, এক বিয়ের আসরে দেওয়া যুগলজীবনের হাস্যরসাত্মক পরামর্শ দিয়ে।
সম্প্রতি এক বিয়ের মঞ্চে ধোনির উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বর উৎকর্ষ সাংভি ও কনে ধ্বনি কানুনগোর পাশে দাঁড়িয়ে ধোনি যে কথাগুলো বলেছেন, তা শুনে হাসিতে গড়াগড়ি অবস্থা অতিথিদের। মজা পেয়েছেন অনলাইনের ধোনি-ভক্তরাও। মঞ্চে উঠে বরকে দেখিয়ে ধোনি বলেন, ‘কিছু লোক আগুন নিয়ে খেলতে পছন্দ করে, ও সেই দলে পড়ে।’
এই কথাতেই হাসিতে ফেটে পড়ে পুরো ভেন্যু। কিন্তু ধোনি থামেননি। দুষ্টু হাসি মুখে ঝুলিয়ে আবার বলেন, ‘তুমি বিশ্বকাপ জিতেছ—কী জেতোনি, তাতে কিছু যায় আসে না, বিয়ের পর সব স্বামীর অবস্থাই একই রকম!’
এরপর বরের দিকে তাকিয়ে আবার বলেন, ‘যদি তুমি ভাবো, তোমার স্ত্রী অন্যদের চেয়ে আলাদা, তাহলে তুমি ভুল ভাবছ।’ বর উৎকর্ষও হেসে জবাব দেন, ‘হ্যাঁ, জানি। আলাদা নয়।’
শুধু বরকে নয়, পাত্রীকেও ধোনি দিয়েছেন কিছু পরামর্শ, ‘ঝগড়ার সময় কিছু বলো না। কারণ, আমরা পুরুষেরা পাঁচ মিনিটেই ঠান্ডা হয়ে যাই। আমরা নিজেদের ক্ষমতা জানি।’
সবশেষে নবদম্পতিকে নতুন জীবনের জন্য শুভকামনা জানান ভারতের সাবেক এই অধিনায়ক। তাঁর এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট–দুনিয়ায়। কেউ মন্তব্য করেছেন, ‘ম্যারেজ কাউন্সিলর’ ধোনি এসে গেছেন! কেউ বলেছেন, ধোনি চাইলে স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও ক্যারিয়ার শুরু করতে পারেন।