দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব খেলবেন, তাসকিন নেই

বিশ্বকাপ শুরুর আগে ক্যাপ্টেনস ডে-তে কথা বলছেন সাকিব আল হাসানছবি: রয়টার্স

বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দল রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে আসেননি সাকিব আল হাসান। ভারতে গিয়ে আইসিসির ক্যাপ্টেনস ডে অনুষ্ঠানে এলেও ম্যাচের আগে-পরে কোনো সংবাদ সম্মেলনে আসেননি। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আজই প্রথম সংবাদ সম্মেলনে এলেন সাকিব। স্বাভাবিকভাবেই তাঁকে সামনে পেয়ে সাংবাদিকেরা মেলে ধরেছেন প্রশ্নের ঝাঁপি। তাঁর ফিটনেসের অবস্থা নিয়েও প্রশ্ন করা হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে না পারা সাকিবকে।  

নিজের ফিটনেস নিয়ে সাকিব যা বললেন, সেখানে স্পষ্ট ইঙ্গিত ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর খেলার। সাকিব খেললেও অবশ্য আগামীকাল খেলবেন না তাসকিন আহমেদ। সাকিব জানিয়েছেন, কাঁধের চোটের কারণেই এ ম্যাচে খেলা হচ্ছে না এই পেসারের। সাকিবের মতো তাসকিনও আগের ম্যাচে ছিলেন না।

সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নটাই ছিল সাকিবের ফিটনেস নিয়ে। এর উত্তরে তিনি বলেছেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে, গতকাল যখন অনুশীলন করেছি নেতিবাচক কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব (বাংলাদেশের অনুশীলন ছিল সাকিবের সংবাদ সম্মেলনের পর)। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ফিট ইনশা আল্লাহ।’

আরও পড়ুন
অনুশীলনে সাকিব আল হাসান
ছবি: রয়টার্স

ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে না পারা নিয়ে স্বাভাবিকভাবেই আক্ষেপ আছে সাকিবের, ‘নিজে না খেলতে পারাটা আফসোসের বিষয়। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে একটা ম্যাচ মিস করলাম। কোনো খেলোয়াড়ই কোনোভাবে চায় না ম্যাচ মিস করতে, সেখানে মিস করাটা কষ্টকরই ছিল।’

সাকিব ফিরলেও তাসকিনকে পাওয়া যাচ্ছে না আগামীকালের ম্যাচে, সেটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘তাসকিন আগামীকাল খেলবে না। আশা করি, এর পরের ম্যাচে সে খেলতে পারবে। তার কাঁধে একটু সমস্যা আছে। গত দুই ম্যাচ ধরেই এটা তাকে ভোগাচ্ছে।’ চোট গুরুতর না হলেও তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল, সাকিব বলেছেন এমন, ‘চিকিৎসক, ফিজিও মিলে সিদ্ধান্ত নিয়েছে, এই দুই ম্যাচে সে বিশ্রাম নিলে শেষ চার ম্যাচে খেলতে পারবে। তাসকিন অবশ্যই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তাকে টুর্নামেন্টের মাঝখানে হারাতে চাই না। আর আমাদের হাতে তাসকিনের বিকল্পও কেউ নেই। তাই তাকে বিশ্রাম দেওয়াই ভালো, যেন সে শেষ চার ম্যাচ খেলতে পারে।’

আরও পড়ুন
তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান
ছবি: প্রথম আলো

তাসকিন না খেললেও বোলারদের দিকে যে সাকিব অনেকটাই চেয়ে আছেন, সেটি বলেছেন তিনি, ‘এমন একটা জায়গায় খেলা হচ্ছে, বোলাররা ভালো না করলে এখানে জেতার সম্ভাবনা খুব কম। এখানে বোলাররাই জেতাতে পারে, বেশির ভাগ সময় সেটাই হয়ে থাকে। আগের ম্যাচে দেখেছি প্রথম ভাগে অনেক রান হয়েছে, পরের ভাগে বোলাররা ভালো করেছে।’

আরও পড়ুন