টেস্টের পর ওয়ানডেতেও পাকিস্তানের কাছে সিরিজ হার বাংলাদেশের যুবাদের
প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয়ে সিরিজে ফিরেছিলেন বাংলাদেশের যুবারা। তবে চতুর্থ ওয়ানডেতে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না আদিল বিন সিদ্দিক, জিসান আলমরা।
পাকিস্তান ওপেনার শাহজাইব খানের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। এ জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এরই মধ্যে ৩-১ ব্যবধানে জিতলেন পাকিস্তানের যুবরা। এর আগে একমাত্র টেস্টেও হেরেছিল বাংলাদেশ।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ, যে রান পাকিস্তান টপকে গেছে ৮ উইকেট আর ৭৯ বল বাকি থাকতে। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার মিলেই ১৫২ রানের জুটি গড়ে পাকিস্তান। এক জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
আজান আওয়াইস ৫২ রানে থামলেও ১৪ চার ও ৩ ছয়ে ১০৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহজাইব। ৩ নম্বরে নামা শামিল হুসেইন ৭ রানে আউট হন। এরপর ৪ নম্বরে ক্রিজে আসা পাকিস্তান অধিনায়ক সাদ বেগের ১৫ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে ম্যাচটা দ্রুতই শেষ করে ফেলে পাকিস্তান।
এর আগে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। আদিল, মাজহারুল ইসলাম, জিশান আলম টপ অর্ডারের কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি।
বাংলাদেশের ইনিংস টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়ক আহরার আমিন ও আরিফুল ইসলাম। আহরার করেন ২৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে আরিফুলের ব্যাট থেকে। এ ছাড়া মাহফুজুর রহমান ও পারভেজ রহমানের ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে ১৯৯ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।