এশিয়া কাপের প্রাথমিক দলে সৌম্য

সৌম্য সরকার আছেন এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দলেশামসুল হক

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টকে সামনে রেখে আজ ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে না থাকা সৌম্য সরকার ডাক পেয়েছেন প্রাথমিক দলে। আছেন এই দুই সিরিজে না থাকা নাহিদ রানা ও নাজমুল হোসেনও।

এশিয়া কাপের আগে এ মাসের শেষ দিকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও সূত্র জানিয়েছে, এই সিরিজের দলও নির্বাচন করা হবে এশিয়া কাপের ২৫ সদস্যের প্রাথমিক দল থেকে। প্রাথমিক দলে অস্ট্রেলিয়া সফরের জন্য কালই ঘোষিত ‘এ’ দলের ক্রিকেটার আছেন পাঁচজন।

আগামী পরশু ট্রেনার ন্যাথান কেলির তত্ত্বাবধানে মিরপুরে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। ছুটি কাটিয়ে ১১ আগস্ট প্রধান কোচ ফিল সিমন্স বাংলাদেশে ফেরার পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে স্কিল ট্রেনিং।

৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে ১১ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশ সব ম্যাচই খেলবে আবুধাবিতে।

নাহিদ রানাও আছেন দল
প্রথম আলো
আরও পড়ুন

এশিয়া কাপের প্রাথমিক দল

লিটন দাস, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান, মাহিদুল ইসলাম ও সাইফ হাসান।
আরও পড়ুন