কোহলি না রোহিত—কার উইকেট বেশি উপভোগ করেছেন আফ্রিদি

দুর্দান্ত ছন্দে আফ্রিদিছবি: টুইটার

১০-২-৩৫-৪—যেকোনো বিচারেই দুর্দান্ত বোলিং। আর প্রতিপক্ষ শিবিরের ব্যাটসম্যানদের নাম যদি হয় রোহিত শর্মা, বিরাট কোহলি, তাহলে এই বোলিং ফিগারের গুরুত্ব বাড়ে আরও। গতকাল শাহিন শাহ আফ্রিদি শুধু রোহিত-কোহলিকেই ফেরাননি, ফিরিয়েছেন সেঞ্চুরির কাছে থাকা ভয়ংকর হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজাকেও।

আফ্রিদিই একমাত্র বোলার, যিনি এক ইনিংস রোহিত ও কোহলি দুজনকেই বোল্ড করেছেন। এমন দুর্দান্ত এক বোলিং প্রদর্শনীর পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আফ্রিদি। ধন্যবাদ দিয়েছেন নিজের মা–বাবাকেও।

রোহিত শর্মা নতুন বলে আফ্রিদিকে কীভাবে সামলান, সেই আলোচনা ছিল ম্যাচের আগে থেকেই। টসে জিতে ভারত ব্যাটিং নেওয়ার পর সবার কৌতূহল আরও বাড়ে। আফ্রিদির করা প্রথম দুই ওভার ভালোভাবেই সামাল দেন রোহিত। তবে পরের ওভারে পারেননি রোহিত। আফ্রিদির ইন সুইং ভারত অধিনায়কের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে। ভারত অধিনায়কের পর বিরাট কোহলিকেও ফিরিয়েছেন আফ্রিদি

আরও পড়ুন

নাসিমকে চার মেরে দারুণ শুরুর ইঙ্গিত দেওয়া কোহলি আফ্রিদির স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে ইনসাইড এজড হয়ে বোল্ড হন। শুরুতে দুই সেরা ব্যাটসম্যানকে হারানো ব্যাকফুটে ঠেলে দেয় ভারতকে। এরপর ইনিংসের শেষভাগে নিজের শেষ স্পেলে ভয়ংকর হয়ে ওঠা হার্দিককে ৮৭ রানে ফেরান আফ্রিদি। এই উইকেটে তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেটের মালিক হন আফ্রিদি।

রোহিতকে বোল্ড করেছিলেন আফ্রিদি
ছবি: টুইটার

এক ইনিংসে রোহিত-কোহলি দুজনকেই ফেরানো, প্রতিদিন তো আর এমনটা হয় না। আফ্রিদি এখন সেই সৌভাগ্যবান বোলারদের একজন, যাঁরা দুজনকেই ফিরিয়েছেন। ম্যাচ শেষে রোহিত, নাকি কোহলি, কার উইকেট নিয়ে বেশি উপভোগ করেছেন জানতে চাইলে আফ্রিদি বলেন, ‘দুটি উইকেটই গুরুত্বপূর্ণ ছিল। তবে রোহিতের উইকেটটা বেশি উপভোগ করেছি।’ যদিও পরে টুইটে কোহলির উইকেটের গুরুত্বের কথাও বলেছেন আফ্রিদি। ম্যাচ শেষে টুইট করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আফ্রিদি, ‘সকল প্রশংসা আল্লাহর। ধন্যবাদ আব্বু–আম্মু।’

আরও পড়ুন

গতকাল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও সুপার ফোরে উঠেছে পাকিস্তান। ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। আগের ম্যাচে নেপালকে হারানোয় ২ আর গতকালের ১ মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরে উঠে গেছে বাবর আজমের দল।

বৃষ্টিতে হাইভোল্টেজ ম্যাচ মীমাংসা না হওয়া হতাশ আফ্রিদি, তবে কোহলির উইকেট কিছুটা হলেও সেই আক্ষেপ ভুলিয়েছে তাঁর। টুইটে আফ্রিদি লিখেছেন, ‘ম্যাচের ফল না আসায় হতাশ, তবে কোহলির মূল্যবান উইকেট নিয়ে রোমাঞ্চিত। অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা তাঁর দুর্দান্ত নেতৃত্বের জন্য, সুপার ফোরে দলকে তোলার জন্য। আরও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

আরও পড়ুন