ম্যাক্সওয়েলের ২০১* টেন্ডুলকারের ‘জীবনে দেখা সেরা ইনিংস’

অবিশ্বাস্য ম্যাক্সওয়েল!এএফপি

গ্লেন ম্যাক্সওয়েল নিজেকে নিয়ে গর্ব করতেই পারেন। বিশ্বকাপে গতকাল এই অস্ট্রেলিয়ান এমন এক ইনিংস খেলেছেন যে স্বয়ং শচীন টেন্ডুলকারও বলছেন, তাঁর জীবনে দেখা এটাই সেরা ওয়ানডে ইনিংস। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টেন্ডুলকার নিশ্চয়ই জীবনে কম ইনিংস দেখেননি!

গতকাল ম্যাক্সওয়েলের দ্বিশতক করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই ইনিংসকে জীবনে দেখা সেরা ইনিংস বলে দাবি করেছেন টেন্ডুলকার। আর বিশ্ব ক্রিকেটের সময়ের সেরা তারকা বিরাট কোহলি বলছেন, এমন ইনিংস শুধু ম্যাক্সওয়েলই খেলতে পারেন।

গতকাল ম্যাক্সওয়েল যখন ক্রিজে আসেন, তখন হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে আজমতউল্লাহ ওমরজাই। ২৯১ রানের লক্ষ্যে ৫০–এর আগে চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া।

এরপর ম্যাক্সওয়েলকে ক্রিজে রেখে ফিরে গেছেন আরও তিনজন। একপর্যায়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৯১ রান। স্বাভাবিকভাবেই জয়ের অপেক্ষায়ই ছিল আফগানিস্তান। আফগানদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর চোটের বাধা এড়িয়ে ম্যাক্সওয়েল একাই করলেন ২০১

আরও পড়ুন

অষ্টম উইকেটে প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ২০২ রানের জুটি গড়লেন, যেখানে কামিন্সের অবদান কত জানেন তো—৬৮ বলে ১২! হয়তো এমন অবিশ্বাস্য কিছু দেখেই টেন্ডুলকারও বলতে বাধ্য হয়েছেন ‘এই ইনিংসটাই সেরা।’ এক্সে (সাবেক টুইটার) টেন্ডুলকার লিখেছেন, ‘সর্বোচ্চ চাপ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স। আমার জীবনে দেখা সেরা ওয়ানডে ইনিংস এটাই।’

টেন্ডুলকার প্রশংসা করেছেন ১২৯ রানের ইনিংস খেলা ইব্রাহিম জাদরানেরও। এই কিংবদন্তি লিখেছেন, ‘আফগানিস্তানকে ভালো সংগ্রহ এনে দেওয়ার জন্য ইব্রাহিম জাদরান দুর্দান্ত এক ইনিংস খেলেছে। দ্বিতীয় ইনিংসেও তারা দারুণ শুরু করেছে, ৭০ ওভার ভালো ক্রিকেট খেলেছে। তবে ম্যাক্সওয়েলের খেলা শেষ ২৫ ওভার ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দেওয়ায় যথেষ্ট ছিল।’

আরও পড়ুন

কোহলি ম্যাক্সওয়েলের বন্দনা করেছেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামের ডে–তে কোহলি লিখেছেন, ‘শুধু তুমিই এটা করতে পারো। উন্মাদ।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস এক্সে লিখেছেন, ‘গত সন্ধ্যায় ম্যাক্সওয়েল সত্যিকার অর্থে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সত্যিই অসাধারণ। ভবিষ্যতে এমন কিছুর সাক্ষী হওয়া কঠিন হবে।’ এত শুভেচ্ছাবার্তা আর প্রশংসা পেয়ে ম্যাক্সওয়েলও চুপ করে থাকতে পারেননি। এক্সে অস্ট্রেলিয়ান তারকা লিখেছেন, ‘এত ভালোবাসা পেয়ে আমি বিহ্বল। যাঁরা বার্তা পাঠিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’

আরও পড়ুন