এবার এলপিএল খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন লিটন

লিটন দাসছবি: প্রথম আলো

কদিন আগেই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে এসেছেন লিটন দাস। এবার শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক পেলেন। সেখানে সাকিব আল হাসানের দল গল টাইটানসের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন। একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। আজই লিটনের শ্রীলঙ্কা উড়াল দেওয়ার কথা।

আরও পড়ুন

এলপিএল খেলতে শ্রীলঙ্কায় আছেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার শরীফুল ইসলাম। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলতে তিনি শ্রীলঙ্কা গিয়েছেন। তবে এখনো কোনো ম্যাচ খেলেননি। ওদিকে জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচ খেলে দেশে ফিরেছেন তাওহিদ হৃদয়। এবার লিটনের পালা। শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ডাক পেলেন লিটন।

গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ারসের হয়ে খেলেছেন লিটন
ছবি: টুইটার

গত ৩০ জুলাই শুরু হয় ৫ দলের এলপিএল, চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতি নেবে। সে প্রস্তুতিতে সাকিব, লিটন ও শরীফুলকে পাচ্ছে না বাংলাদেশ দল। এলপিএল শেষে তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা।

এর আগে গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ারসের হয়ে খেলেছেন লিটন। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করে ১৫২ রান করেছেন, গড় ২১.৭১, স্ট্রাইক রেট ১০০.৬৬।

আরও পড়ুন