আইপিএলে দুই শ তোলার নতুন রেকর্ড

আইপিএলে দেখা গেল দলীয় ২০০ রান তোলার রেকর্ডবিসিসিআই

আইপিএল মানেই রান-উৎসব। প্রতিবছর রান তোলায় এই টুর্নামেন্টে নতুন নতুন রেকর্ড দেখা যায়। এবার যেমন আইপিএলে দেখা গেল দলীয় ২০০ রান তোলার রেকর্ড।

সর্বশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৩১ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ, যা ছিল এবারের আইপিএলে দলীয় ইনিংসে ন্যূনতম ২০০ রান তোলার ৪২তম ঘটনা। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে এর চেয়ে বেশিবার দলীয় ইনিংসে ২০০ রান এর আগে দেখা যায়নি।

আইপিএলের চলতি মৌসুম এখনো শেষ হয়নি। এখনো ম্যাচ বাকি ৯টি। এই ৯ ম্যাচে আর কতবার ২০০ বা এর চেয়ে বেশি রান ওঠে, সেটাই এখন দেখার অপেক্ষা। এর আগে গত মৌসুমে দলীয় ২০০ রানের কোটায় দলগুলো পৌঁছেছিল ৪১ বার। এত দিন সেটিই ছিল রেকর্ড। ২০২৩ সালে দলীয় ২০০ রান দেখা গেছে ৩৭ বার আর ২০২২ সালে ১৮ বার।

আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ২০০ রান তুলেছে গুজরাট টাইটানস।

এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার ২০০ রান তুলেছে গুজরাট টাইটানস—৭ ইনিংসে। পাঞ্জাব কিংস তুলেছে ৬ ইনিংসে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস ৫ বার ২০০ রান তুলেছে।

আরও পড়ুন

৪ বার করে ২০০–এর ক্লাব ছুঁয়েছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস। বেঙ্গালুরু ২০০ রান তুলেছে ৩ বার। চেন্নাই সুপার কিংস এবং মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস দুবার করে ২০০ রান করতে পেরেছে।

আইপিএলে প্লে-অফের চার দল এরই মধ্যে নিশ্চিত হয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট, পাঞ্জাব দুইয়ে বেঙ্গালুরু তিনে এবং মুম্বাই চারে।

আরও পড়ুন