সেঞ্চুরির অসাধারণ কীর্তিতে ধাওয়ান–পৃথ্বী শয়ের পাশে জয়সোয়াল

অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেয়েছেন ভারতের যশস্বী জয়সোয়ালছবি: এএফপি

টেস্ট অভিষেকই সেঞ্চুরি-এমন কীর্তি ক্রিকেটে অনেকেরই আছে। শুধু ভারত দল ধরলেও এর আগে ১৬ জন ক্রিকেটার তাঁদের ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন। কিন্তু শুধু ভারতীয় ওপেনারদের কথা যদি ধরা হয়, তালিকাটা খুব ছোটই।

ওপেনার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি—ভারত দলের ইতিহাসে এই কীর্তি এর আগে গড়েছেন মাত্র দুজন। প্রথম এই কীর্তি গড়েছেন শিখর ধাওয়ান, এরপর পৃথ্বী শ। আজ ছোট্ট এ তালিকায় নিজের নামটি লিখিয়ে নিয়েছেন যশস্বী জয়সোয়াল।

২১৫ বলে পাওয়া সেঞ্চুরিতে ১১টি চার মেরেছেন জয়সোয়াল
ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে সুযোগ পান জয়সোয়াল। সুযোগটা কাজে লাগালেন দারুণভাবে। অসাধারণ এক সেঞ্চুরিতে তিনি পাশে বসলেন লালা অমরনাথ, বিশ্বনাথ, আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, শিখর ধাওয়ান ও রোহিত শর্মাদের মতো খেলোয়াড়দের।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে কাল অধিনায়ক রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন জয়সোয়াল। শুরু থেকেই নিখুঁত খেলে গেছেন তিনি। আজ সকালে ছিলেন বেশ সতর্ক। এর পুরস্কারই হিসেবেই পেলেন ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরি।

জয়সোয়ালকে রোহিতের এ অভিনন্দন ফিফটির পর। পরে তিনি করেছেন সেঞ্চুরি
ছবি: এএফপি

প্যাডল সুইপ করে ফাইন লেগে বল ঠেলে দিয়ে সেঞ্চুরি করা রানটি নেন জয়সোয়াল। এরপর দুই হাত ওপরে তোলেন, মাথা থেকে হেলমেটটা খোলেন। হেলমেটে চুমো আঁকেন, এরপর অপার্থিব এক হাসি দেন জয়সোয়াল। সেই সময় তাঁকে অভিনন্দন জানান তাঁর পর এ ম্যাচে সেঞ্চুরি পাওয়া রোহিত।

জয়সোয়াল সেঞ্চুরি পূর্ণ করেন ২১৫ বলে, মেরেছেন ১১টি চার। এই প্রতিবেদন লেখার সময় তিনি অপরাজিত ছিলেন ১১০ রানে। রোহিত আউট হয়ে গেছেন ১০৩ রান করে। ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ২২৯ রান।