গিল, বাটলার না পারলে কী সমস্যা, সুদর্শন তো আছেন
শুবমান গিল আউট শুরুতেই, মাত্র ২ রান করে। জস বাটলার এসে থিতু হলেন, কিন্তু ফিরতে হলো দশম ওভারেই। ছন্দে থাকা দুই ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারলেও গুজরাট টাইটানস ডাগআউটে দুশ্চিন্তা ভর করেনি একদমই। সাই সুদর্শন যে মাঠেই আছেন!
এবারের আইপিএলে গুজরাট টাইটানস ছুটছে টপ অর্ডারের ‘ত্রিফলায়’ ভর করে। কখনো গিল, কখনো বাটলার আর কখনোবা সুদর্শন। আজ যেমন রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ জিতিয়েছেন বাঁহাতি সুদর্শন। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান খেলেছেন ৫৩ বলে ৮২ রানের ইনিংস, দলও পেয়েছে ৬ উইকেটে ২১৭ রানের পুঁজি।
যে পুঁজি কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ৫৮ রানের বড় ব্যবধানে জিতেছে গুজরাট টাইটানস।
আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা গুজরাট তৃতীয় ওভারের প্রথম বলেই হারায় গিলের উইকেট, যিনি আগের চার ম্যাচে পঞ্চাশ পেরিয়েছেন একবার, ত্রিশ পেরিয়েছেন দুবার।
ওই চার ম্যাচের দুটিতে ফিফটি আর একটিতে ৩৯ রান করা বাটলারও আজ বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় উইকেটে সুদর্শনের সঙ্গে ৮০ রানের জুটি গড়লেও থেমে যান ব্যক্তিগত ৩৬ রানে।
প্রথম চার ম্যাচে গুজরাটের মোট রানের ৭০ শতাংশের বেশি (৭১৫ রানের মধ্যে ৫০৩) ছিল গিল, বাটলার ও সুদর্শনের। পঞ্চম ম্যাচে গিল ও বাটলার ইনিংস বড় করতে না পারার পর দায়িত্বটা নিজেই কাঁধেই তুলে নেন সুদর্শন।
বাঁহাতি এ ব্যাটসম্যান ফিফটি স্পর্শ করেন ৩২ বলে। ইনিংসের ১৯তম ওভারে যখন আউট হন, নামের পাশে ৩ ছক্কা ও ৮ চারে ৫৩ বলে ৮২ রান। যা এবারের আসরে সুদর্শনের তৃতীয় ফিফটি, একটিতে আছে ৪৯ রানও।
সুদর্শনের ৮২ আর বাটলার ও শাহরুখ খানের ৩৬ রানের দুটি ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ২১৭ তোলে গুজরাট।
তাড়া করতে নেমে রাজস্থান জয়ের পথে ছিল না কখনোই। এগারজনের মধ্যে দুই অঙ্ক স্পর্শ করেন মাত্র তিনজন—শিমরন হেটমায়ার (৩২ বলে ৫২), সঞ্জু স্যামসন (২৮ বলে ৪২) ও রিয়ান পরাগ (১৪ বলে ২৬)।
গুজরাটের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন প্রসিধ কৃষ্ণা, ২টি করে উইকেট রশিদ খান ও সাই কিশোরের।
রাজস্থানের বিপক্ষে জয়টি পাঁচ ম্যাচে গুজরাটের চতুর্থ। যা দলটিকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠিয়ে দিয়েছে। সমান ম্যাচে দুই জয়ের ৪ পয়েন্ট নিয়ে রাজস্থানের অবস্থান সাতে।