ঘরোয়ায় না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন কিষান, আইয়ার

ঈশান কিষান (বাঁয়ে) ও শ্রেয়াস আইয়ার (ডানে)বিসিসিআই

ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাগাদার পরও রঞ্জি ট্রফিতে খেলেননি ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার। শাস্তি হিসেবে দুজনকেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিতে যাচ্ছে বিসিসিআই।

সর্বশেষ চুক্তি অনুসারে আইয়ার ‘গ্রেড বি’র খেলোয়াড় হিসেবে বছরে ৩ কোটি এবং কিষান ‘গ্রেড সি’র খেলোয়াড় হিসেবে ১ কোটি রুপি করে বেতন পেতেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত ক্রিকেট দলের নির্বাচকেরা নতুন কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় তালিকা প্রায় গুছিয়ে এনেছেন। শিগগিরই বিসিসিআই চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করবে। সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, নতুন চুক্তিতে আইয়ার ও কিষানকে রাখা হচ্ছে না, ‘বিসিসিআইয়ের জোর তাগাদার পরও ঘরোয়া ক্রিকেটে না খেলায় চুক্তির তালিকায় কিষান ও আইয়ার থাকছেন না।’

উইকেটকিপার–ব্যাটসম্যান কিষান গত ডিসেম্বরে ভারত দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছিলেন। পরে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নেন। ভারত কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, টেস্ট দলের জন্য প্রস্তুত থাকতে কিষান যেন ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলেন। কিন্তু ২৫ বছর বয়সী এই বাঁহাতি রঞ্জিতে ঝাড়খন্ড দলে যোগ দেননি। যদিও আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানস সতীর্থ হার্দিক পান্ডিয়ার সঙ্গে বরোদায় অনুশীলন করতে দেখা গেছে তাঁকে।

আরও পড়ুন

ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান আইয়ার ভারত–ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের দলে ছিলেন। তৃতীয় টেস্টের আগে তাঁকে জাতীয় দল থেকে ছুটি দিয়ে রঞ্জিতে খেলতে বলা হয়েছিল। আইয়ার রঞ্জির দল মুম্বাইকে জানান, পিঠের সমস্যার কারণে তিনি খেলতে পারবেন না। যদিও ন্যাশনাল ক্রিকেট একাডেমির স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন বিভাগের প্রধান নিতিন প্যাটেল বিসিসিআইকে লেখা ই–মেইলে জানান, আইয়ার ‘ফিট’ ছিলেন।

অবশ্য আইয়ারের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, ইংল্যান্ড সিরিজের শেষ তিন টেস্ট থেকে আইয়ারকে ছুটি দেওয়া হয়েছিল পিঠের সমস্যার সতর্কতার অংশ হিসেবে, ‘প্যাটেল মেইলটি পাঠিয়েছিলেন দ্বিতীয় টেস্টের পর। আর আইয়ারের সমস্যা দেখা দেয় এর পরে। গত বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা পারফরমার ছিল আইয়ার। শুধু রঞ্জির ম্যাচ মিস করায় সে চুক্তি হারাবে না।’

গত সপ্তাহে বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, বোর্ডের চুক্তিতে থাকা এবং ‘এ’ দলে থাকা সব ক্রিকেটারকে ফিট থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। এর ব্যত্যয় সহ্য করা হবে না। প্রধান নির্বাচক অজিত আগারকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান জয় শাহ।

আরও পড়ুন