জয় নয়, বাবরের কাছে টিকিট চেয়ে ফোন করছেন পাকিস্তানিরা
একেকটা ভারত–পাকিস্তান ম্যাচ আসে, সংবাদমাধ্যম আর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলের সাবেকেরা কথার লড়াইয়ে নামেন। ম্যাচ নিয়ে পূর্বানুমান করেন কেউ কেউ। দুই দলের খেলোয়াড়দের সরাসরি ফোন করে কি তাঁরা নিজেদের চাওয়ার কথা বলেন!
ভারত–পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের চাপে থাকার প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে একজন সাংবাদিক এ কথাই জিজ্ঞেস করেছেন। তাঁর প্রশ্নটি ছিল এ রকম—এমন ম্যাচে তো অনেকেই ফোন দিয়ে ‘অবশ্যই জিততে হবে’ বলেন। মাঠের বাইরের এই চাপ আপনারা কীভাবে সামলান?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবর যা বললেন, সেটা একটু মজারই। পাকিস্তান অধিনায়ক বলেছেন, তাঁর কাছে জয় চেয়ে কেউ ফোন করেননি। তবে ফোন তিনি পাচ্ছেন অনেক। ফোন করে তাহলে বাবরকে কী বলেন তাঁরা?
বাবর বললেন, ‘না, আমি এর (জয়ের) জন্য ফোন পাচ্ছি না। কিন্তু ফোন আমি পাচ্ছি। সেটা টিকিটের জন্য। মূলত মানুষ আমার কাছে টিকিট চেয়ে ফোন দেয়।’ জয় চেয়ে কেউ ফোন না করলেও আগামীকাল ভারতের বিপক্ষে জিততে পারবেন বলেই বিশ্বাস করেন বাবর।