রোহিতের ফেরাটা সুখকর না হলেও ভারতের সহজ জয়

ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে শুবমান গিলের ওপর চটেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাএএফপি

এক বছর পর টি-টোয়েন্টি দলে ফেরাটা সুখকর হয়নি রোহিত শর্মার জন্য। আজ আফগানিস্তানের বিপক্ষে মোহালিতে প্রথম টি-টোয়েন্টিতে ১৫৮ রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করে রানআউট হয়ে ফিরেছেন ভারতের অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে ষষ্ঠবার রানআউট হলেন তিনি। শুবমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রোহিতের আউট হয়ে ফেরাতে অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি ভারত দলের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিটা তারা ১৫ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে।

রোহিতের পর গিলও খুব বেশিক্ষণ টেকেননি। দলের ২৮ রানে তিনি আউট হয়ে ফেরেন ১২ বলে ৫ চারে ২৩ রান করে। কিন্তু ভারতের কি আর ব্যাটসম্যানের অভাব আছে? রোহিত-গিল চলে যাওয়ার পর আশার আলো দেখা আফগান বোলারদের এলোমেলো করে দেন তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা ও রিংকু সিং।

৪০ বলে অপরাজিত ৬০ রান করে ম্যাচসেরা শিবম দুবে
এএফপি

২২ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রান করে তিলক আর ২০ বলে ৫ চারে ৩১ রান করে জিতেশ আউট হয়ে গেলেও ভারতের পক্ষে বাকি কাজটা শেষ করেন দুবে ও রিংকু। দুবে ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে ৬০ রান করে অপরাজিত ছিলেন। রিংকু দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৯ বলে ২ চারে অপরাজিত ১৬ রান করে।

এর আগে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও অধিনায়ক ইব্রাহিম জাদরান ভালো শুরু এনে দিয়েছিলেন আফগানিস্তানকে। দুজনে মিলে ৭.৫ ওভারে উদ্বোধনী জুটিতে তোলেন ৫০ রান। কিন্তু ৩ বলের মধ্যে দুজনই ফিরে যান। এরপর আজমতউল্লাহ ওমরজাই ২২ বলে ২৯ রান করলেও ৩০ বছর বয়সে আফগানিস্তানের পক্ষে টি-টোয়েন্টি অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেননি রহমত শাহ। মাত্র ৩ রান করে আউট হয়েছেন তিনি।

এরপর ২৭ বলে ২ চার ও ৩ ছয়ে মোহাম্মদ নবীর ৪২ এবং ১১ বলে নজিবউল্লাহ জাদরানের অপরাজিত ১৯ রানে ৫ উইকেটে ১৫৮ রান তুলতে পারে আফগানিস্তান। ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৫৮/৫ (নবি ৪২, ওমরজাই ২৯; অক্ষর ২/২৩, মুকেশ ২/৩৩)

ভারত: ১৭.৩ ওভারে ১৫৯/৪ (দুবে ৬০*, জিতেশ ৩১; মুজিব ২/২১, ওমরজাই ১/৩৩)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: শিবম দুবে (ভারত)।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১–০তে এগিয়ে ভারত।