‘ধোনিকে ঘৃণা করতে হলে আপনাকে শয়তান হতে হবে’

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাট ও চেন্নাইছবি: এএফপি

আইপিএলের প্রথম কোয়ালিফায়ার, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এমন একটা ম্যাচের আগে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক আবহ থাকাটাই স্বাভাবিক।

তবে এই ম্যাচের আগে হয়েছে উল্টোটা। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিপক্ষ গুজরাট। সেই ভিডিওতে গুজরাট অধিনায়ক হার্দিক ‘ক্যাপ্টেন কুল’খ্যাত ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন।

আরও পড়ুন

ভারতের ক্রিকেটে ধোনি নিজেকে অনন্য এক জায়গায় নিয়ে গেছেন। যে কারণে অনেক ভারতীয় ক্রিকেটারেরই আদর্শ ধোনি। সাবেক থেকে বর্তমান অনেকেই ধোনির ভক্ত। গুজরাট অধিনায়ক হার্দিকও সেই দলে।

ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে হার্দিক এটাও জানিয়েছেন রাশভারী মনে হলেও ধোনি আসলে রসিক মানুষ, ‘আমি মহেন্দ্র সিং ধোনির ভক্ত। মাহিকে (ধোনি) ঘৃণা করতে হলে আপনাকে শয়তান হতে হবে। অনেক মানুষই ভাবে মাহি অনেক রাশভারী। আসলে তেমন নয়, মাহি অনেক রসিকতা করে। আর আমি তাঁকে মহেন্দ্র সিং ধোনি হিসেবে দেখি না।’

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে  হার্দিকের অভিষেক ২০১৬ সালে। তত দিনে ধোনির তাঁর ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে। এরপরও ধোনির সঙ্গে কম ম্যাচ খেলেননি হার্দিক। দুজনে একসঙ্গে খেলেছেন ৮৯টি আন্তর্জাতিক ম্যাচে, যেখানে ওয়ানডে ম্যাচ ৫২টি, টি-টোয়েন্টি ৩৭টি।

হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনি
ছবি: ইনস্টাগ্রাম

ধোনির সঙ্গে খুব একটা কথা না বলেও তাঁকে দেখেই অনেক কিছু শিখেছেন হার্দিক, ‘অবশ্যই আমি তাঁর কাছ থেকে অনেক ইতিবাচক জিনিস শিখেছি। সেভাবে কথা না বলেই শুধু  তাঁকে দেখেই শিখেছি। আমার কাছে ধোনি আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, যাঁর সঙ্গে মজা করা যায়, রসিকতা করা যায়।’

আরও পড়ুন