‘ভুল’ মানকাড করে আলোচনায় অ্যাডাম জাম্পা

মানকাড করেও নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানকে আউট করতে পারেননি অ্যাডাম জাম্পাফাইল ছবি

আইনসিদ্ধ হলেও নন-স্ট্রাইক প্রান্তে রানআউট বা ‘মানকাড’ এমনিতেই বিতর্ক উসকে দেয়। তবে ‘মানকাড’-এর চেষ্টায় ব্যর্থ হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অ্যাডাম জাম্পা। আজ বিগ ব্যাশ লিগে মেলবোর্ন ডার্বি—স্টারস ও রেনেগেডসের ম্যাচে ঘটেছে এ নাটকীয় ঘটনা। রেনেগেডসের ব্যাটসম্যান টম রজার্স ক্রিজ ছেড়ে বেরিয়ে গেছেন দেখে বল না করেই নন–স্ট্রাইক প্রান্তে তাঁকে রানআউট করেন জাম্পা। তবে রিপ্লে দেখে টেলিভিশন আম্পায়ার শন ক্রেইগ জাম্পার আবেদন নাকচ করে রজার্সকে নটআউট দেন।

আগে ব্যাটিং করা রেনেগেডসের ইনিংসের শেষ ওভারে পঞ্চম বলটি করতে গিয়েও আটকে যাওয়া জাম্পা ভাঙেন নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্প। ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া রজার্স জাম্পার দিকে খেয়ালই করেননি। তিনি উঠেও যাচ্ছিলেন, তবে আম্পায়ার তাঁকে আটকান।

আরও পড়ুন

ব্রডকাস্টিংয়ে টেলিভিশন আম্পায়ার ক্রেইগকে বলতে শোনা যায়, তিনি মূলত দেখতে চান, জাম্পার হাত ডেলিভারি স্ট্রাইডে উল্লম্ব অবস্থান পেরিয়ে গিয়েছিল কি না। নন-স্ট্রাইক প্রান্তে রানআউটের আইন বলে, যে মুহূর্তে বোলারের হাত ভূমির সঙ্গে উল্লম্ব অবস্থায় থাকে, সে পর্যন্ত চাইলে বল না করে রানআউট করতে পারেন বোলাররা। রিপ্লে দেখে ক্রেইগ সিদ্ধান্ত দেন, জাম্পার হাত সে অবস্থান পেরিয়ে গিয়েছিল। ফলে ব্যাটসম্যান ধরে নিয়েছেন যে জাম্পা বল করেছেন।

পরে এক টুইটে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এর ব্যাখ্যায় বলে, ‘যে মুহূর্তে বোলার হাত থেকে বল ছুড়বেন বলে প্রত্যাশা করা হয়, সে পর্যন্ত নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটার রানআউট হতে পারেন। এর মানে (বোলারের) হাত সর্বোচ্চ অবস্থানে যাওয়ার আগপর্যন্ত। বোলিং অ্যাকশনের পুরোটা সম্পন্ন করার পর বোলার নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটারকে রানআউট করতে পারবেন না।’

পরে জাম্পা জানান, তিনি যে মানকাড করতে ভুল করে ফেলেছেন, সেটি তাঁকে প্রথম জানান অন ফিল্ড আম্পায়ার জেরার্ড আবুড। টেলিভিশন আম্পায়ারও নিশ্চিত করেন সেটিই।

আরও পড়ুন

মেলবোর্ন স্টারসের কোচ ডেভিড হাসি অবশ্য দাবি করেছেন, আম্পায়ার আউট দিলেও আবেদনটি তুলে নিতেন তাঁরা। জাম্পার কাজটি সতর্কতা করার মতোই ছিল। জাম্পা নিজে অবশ্য হাসির সঙ্গে একমত হননি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা সতর্ক করা ছিল না।’ এরপর সুযোগ এলে আবারও মানকাড করবেন বলেও জানিয়েছেন এই লেগ স্পিনার, ‘আমার মনে হয়, এটা করার অধিকার আমার আছে। এটা আইনেই আছে। আপনারা যেমন দেখেছেন, আমার টেকনিকটি ভুল ছিল। সে তো এমনিতে ক্রিজের মাঝপথ পর্যন্ত চলে গিয়েছিল। এটা আইনেই আছে।’

যাঁকে জাম্পা মানকাড করেছিলেন, সেই রজার্স পরে নেন ১৬ রানে ৫ উইকেট। এই ডানহাতি পেসারের ক্যারিয়ার–সেরা বোলিংয়ে স্টারসকে ৩৩ রানে হারিয়েছে রেনেগেডস।

আরও পড়ুন