সর্বশেষ দুই বছরে তাসকিনই কি ওয়ানডেতে সবচেয়ে কিপটে পেসার

সর্বশেষ দুই বছরে ওয়ানডেতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ওভারপ্রতি রান খরচ করেছেন ৫.০৯।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদএএফপি

ক্রীড়া প্রতিবেদক, কলম্বোতে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেয় বাংলাদেশ। আজ পাল্লেকেলেতে আবার একাদশে ফিরে দারুণ বোলিং করছিলেন বাংলাদেশের পেসার। প্রথম ৯ ওভারে ৪০ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। তবে নিজের শেষ ওভারে ১১ রান দিয়ে বোলিং বিশ্লেষণটাকে একটু ‘খারাপ’ বানিয়ে ফেলেছেন তাসকিন। শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডেতে তাঁর বোলিং বিশ্লেষণ ১০-০-৫১-২।

ইকোনমি ৫.১০। মারকাটারি ব্যাটিংয়ের এই যুগে তাসকিনকে মোটেই খরুচে বলার উপায় নেই। সর্বশেষ দুই বছরে ওয়ানডেতে তাসকিন ওভারপ্রতি রান খরচ করেছেন ৫.০৯। এই সময়ে ওয়ানডেতে যেসব বোলার কমপক্ষে ১৫০ ওভার বল করেছেন তাঁদের মধ্যে ইকোনমিতে তাসকিনই সেরা।

২০২৩ সালের ৮ জুলাই থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে পর্যন্ত ২৩ ম্যাচে ১৯৫.৫ ওভার বল করেছেন তাসকিন। এ সময়ে ওভারপ্রতি ৫.০৯ রান দেওয়া তাসকিন নিয়েছেন ৩৮ উইকেট।

এ সময়ে ইকোনমিতে তাসকিনের পরের নামটা একটু অপরিচিতই। কানাডার ডিলন হেইলিগার ২১ ম্যাচে বল করেছেন ১৬০.৪ ওভার, ৫.২২ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৩৬টি। তালিকার তিনেও একজন সহযোগী সদস্য দেশের পেসার—পল ফন মিকেরেন। ডাচ পেসার ২৬ ম্যাচে ২১৪.৫ ওভার বল করেছেন। ওভারপ্রতি রান দিয়েছেন ৫.২৮, নিয়েছেন ৪৬ উইকেট। শীর্ষ পাঁচের অন্য দুজন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি (৫.৩৫) ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড (৫.৩৮)।

পেসার-স্পিনার ভেদাভেদ তুলে দিলে অবশ্য তাসকিন নেমে যান ১৭ নম্বরে। সর্বশেষ ২৪ মাসে ওয়ানডেতে কিপটেমিতে সবচেয়ে সেরা নামিবিয়ার বার্নার্ড শোলৎজ। এই বাঁহাতি স্পিনার ২০ ম্যাচে ৩৬ উইকেট নেওয়া পথে ওভারপ্রতি রান দিয়েছেন ৩.২৫ করে। শীর্ষ পাঁচে একজনই টেস্ট খেলুড়ে দলের। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ৪.২৯ ইকোনমি নিয়ে আছেন পাঁচে।

ওভার সংখ্যাটাকে ১০০-তে নামিয়ে আনলে ইকোনমির হিসাবে পেসারদের মধ্যে তাসকিন নেমে যান সাতে। সর্বশেষ দুই বছরে কমপক্ষে ১০০ ওভার বোলিং করাদের মধ্যে সবচেয়ে কিপটে পেসার কানাডার কলিম সানা। ১৮ ম্যাচে ১৪৭.৪ ওভার বোলিং করা বাঁহাতি পেসার ওভারপ্রতি রান দিয়েছেন ৪.২০।

সর্বশেষ দুই বছরে ওয়ানডেতে বুমরার ইকোনমি ৪.৪০
বিসিসিআই

টেস্ট খেলুড়ে দলের মধ্যে সবার ওপরে যশপ্রীত বুমরার নাম। ভারতীয় পেসার ওভারপ্রতি রান দিয়েছেন ৪.৪০ করে, তিনি আছেন তিনে। এ ছাড়া রান খরচের এই হিসাবে তাসকিনের ওপরে আছেন যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রবালকার (৪.৩৩), স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলেন (৪.৭৫), নেপালের করণ কেসি (৪.৮৪) ও নেদারল্যান্ডসের কাইল ক্লাইন (৪.৯৩)।