আউট হয়ে ওমানের ড্রেসিরুমের পথে ওয়ার্নার, তারপর...

৫৬ রান করেছেন ওয়ার্নারএএফপি

ওমান ম্যাচে ডেভিড ওয়ার্নার রেকর্ড গড়েছেন দুটি। অস্ট্রেলিয়ার হয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৫৫ রান এখন ওয়ার্নারের। ৫৬ রানের ইনিংস খেলে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডও গড়েছেন।

আজকে পেয়েছেন ১১১তম ফিফটি। এমন রেকর্ডের দিনে অদ্ভুত এক কাণ্ডও ঘটিয়েছেন ওয়ার্নার। আউট হয়ে ফেরার পর ভুলে ওমানের ড্রেসিংরুমে প্রায় চলেই গিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।

আরও পড়ুন

ওয়ার্নারের ৫৬ এবং মার্কাস স্টয়নিসের ৬৭ রানের ইনিংসে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তুলেছিল ১৬৪ রান। ওপেনার ওয়ার্নার আউট হন ইনিংসের ১৯তম ওভারে। আউট হয়ে ফেরার পথে বার্বাডোজের কেনসিংটন ওভালে নিজেদের ড্রেসিংরুমে চিনতে ভুল করেন ওয়ার্নার।

ওমানের ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে বেশ খানিকটা এগিয়ে আবার ফিরে আসতে হয় ওয়ার্নারকে। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আইসিসি। ক্যাপশনে তারা লিখেছে, ‘বিশ্বের নানা জায়গায় সে অনেক ক্রিকেট খেলেছে, আমরা তাকে ক্ষমা করে দিতেই পারি।’

আরও পড়ুন

এই পোস্টে ওয়ার্নার নিজেই আবার মন্তব্য করেছেন। লিখেছেন, ‘এটা হাস্যকর।’ ওয়ার্নারের এই মজার ভুলে ধারাভাষ্যকক্ষেও হাসির রোল ওঠে। ধারাভাষ্যকার পমি এমবাঙ্গা বলেন, ‘এটা একটা শিশুতোষ ভুল। ওয়ার্নার তো নতুন কেউ নয়।’

আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ওমানকে তারা হারিয়েছে ৩৯ রানে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটি ওয়ার্নারের জন্য বিশেষ কিছু। কারণ, এই টুর্নামেন্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ওয়ার্নার। তাই শেষটা ভালোভাবেই রাঙাতে চাইবেন এই বাঁহাতি।