পুরানের নেতৃত্বে নতুন উইন্ডিজ

দুই নতুনসহ ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।ফাইল ছবি: প্রথম আলো

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন আন্দ্রে রাসেল। গত মাসে বলেছিলেন নির্বাচকেরা ডাকলে আবার দলে ফিরতে চান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুউআইসিবি) তাঁর ইচ্ছায় সম্মতি দেয়নি। আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি এই অলরাউন্ডারকে।

রাসেলের মতো গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দলের বাইরে ছিলেন এভিন লুইসও। ফিটনেস নিয়ে প্রশ্নের কারণে বাদ পড়া এই বাঁহাতিকে ফেরানো হয়েছে এবারের বিশ্বকাপে। ছয় বছর পর ফিরেছেন জনসন চার্লসও। সর্বশেষ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দলের মাত্র পাঁচজনই আছেন এবারের দলে।

নিকোলাস পুরানের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলে ডাকা হয়েছে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হওয়ার অপেক্ষায় থাকা দুই তরুণকেও। লেগ স্পিনিং-অলরাউন্ডার ইয়ানিক ক্যারিয়াহ ও বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার রেমন রেইফার দুজনেরই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচিত হয়েছেন আগেই।

আরও পড়ুন

৩টি ওয়ানডে খেলেছেন ক্যারিয়াহ, রেইফার ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে। চলতি সিপিএলে ব্যাট হাতে ৪ ইনিংসে ১৪৩.৬৯ স্ট্রাইক রেটে ১৭১ রান করেছেন রেইফার।
সিপিএলের পারফরম্যান্স দিয়ে জায়গা করেছেন জনসন চার্লসও। ২০১৬ সালের ডিসেম্বর সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চার্লস সিপিএলে খেলা ৬ ইনিংসে ১৩৬.৪৭ স্ট্রাইক রেটে তুলেছেন ২২৭ রান।

অন্যদিকে সিপিএলে ব্যর্থতার কারণেই সম্ভবত জায়গা হয়নি রাসেলের। চার ইনিংসে রান করেছেন ৩৪, উইকেট মাত্র ১টি। রাসেলের মতো জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছিলেন ফ্যাবিয়েন অ্যালেনও। পারিবারিক কারণ দেখিয়ে দল থেকে সরে যাওয়া এই বোলারকেও রাখা হয়নি বিশ্বকাপে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। যেখানে ‘বি’গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। ১৭ অক্টোবর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ক্যারিবীয়দের বিশ্বকাপ অভিযান।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাকয়, রেমন রেইফার ও ওডিন স্মিথ