default-image

টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি মনোযোগ দিতেই পান্ডিয়া ওয়ানডে থেকে অবসর নেবেন বলে মনে করেন শাস্ত্রী, ‘এখন অনেক খেলোয়াড়ই নিজেদের পছন্দমতো সংস্করণ বেছে নেন। হার্দিক পান্ডিয়ার কথাই ধরুন, সে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চায়। সে এটা পরিষ্কার করে দিয়েছে যে (টি-টোয়েন্টি ছাড়া) সে অন্য সংস্করণে খেলতে চায় না।’

ওয়ানডে ক্রিকেট থেকে পান্ডিয়ার সম্ভাব্য অবসর নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘সে এখন ওয়ানডে খেলবে, কারণ আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ আছে। এরপর হয়তো দেখবেন সে এটা ছেড়ে দেবে।’ শুধু পান্ডিয়াই নন, এমন ঘটনা আরও অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেও ঘটবে বলে মনে করেন ভারতের সাবেক কোচ, ‘খেলোয়াড়েরা সংস্করণ পছন্দ করে নিতে শুরু করবে। এটা করার অধিকারও তাদের আছে।’

default-image

শাস্ত্রী স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ানডে ক্রিকেট বাঁচিয়ে রাখার একটি পরামর্শও ক্রিকেট–বিশ্বকে দিয়ে রেখেছেন, ‘৫০ ওভারের ক্রিকেট হয়তো একটু পেছনে পড়ে গেছে। কিন্তু এটাকে বাঁচিয়ে রাখা সম্ভব, যদি আপনি বিশ্বকাপের ওপর বেশি জোর দেন।’

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন