পাকিস্তানকে চমকে দিল ‘দ্বিতীয় সারির’ নিউজিল্যান্ড, সিরিজে সমতা

তৃতীয় উইকেটে মার্ক চ্যাপম্যান (বাঁয়ে) ও ডিন ফক্সক্রফট ১১৭ রানের জুটি গড়েছেনএএফপি

কেইন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ড্যারিল মিচেলদের মতো শীর্ষ সারির ক্রিকেটাররা ভারতে আইপিএল খেলতে ব্যস্ত। তাই পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সেই দলটাই আজ পাকিস্তানকে চমকে দিল। মার্ক চ্যাপম্যানের বিস্ফোরক ব্য্যাটিংয়ে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ১–১ সমতা আনল খর্বশক্তির নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে আজ সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৮ রান করেছিল পাকিস্তান। ছয়ে নামা শাদাব খান মাত্র ২০ বলে দলীয় সর্বোচ্চ ৪১ রান করেন। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭।

তবে একসময় হংকংয়ের হয়ে খেলা হার্ডহিটার চ্যাপম্যানের ৪২ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসে নিউজিল্যান্ড লক্ষ্যে পৌঁছে গেল ১০ বল আর ৭ উইকেট বাকি রেখে।

পাকিস্তানি বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন মার্ক চ্যাপম্যান
এএফপি

রাওয়ালপিন্ডিতেই গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। গতকাল একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে কিউইদের মাত্র ৯০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল বাবর আজমের দল।

আরও পড়ুন

কালকের অসম লড়াই দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন, সিরিজটা একপেশে হতে চলেছে। কিন্তু একদিনের ব্যবধানে সবাইকে ভুল প্রমাণ করল নিউজিল্যান্ড। পাকিস্তানকে তেতো স্বাদ দিয়ে সিরিজে ভালোভাবেই টিকে থাকল সফরকারীরা।

সিরিজের শেষ দুই ম্যাচ আগামী বৃহস্পতি ও শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৪

(শাদাব ৪১, বাবর ৩৭, আইয়ুব ৩২, ইরফান ৩০*; সোধি ২/২৫, ডাফি ১/৩৯, ব্রেসওয়েল ১/৪০)

নিউজিল্যান্ড: ১৮.২ ওভারে ১৭৯/৩

(চ্যাপম্যান ৮৭*, ফক্সক্রফট ৩১, রবিনসন ২৮, সাইফার্ট ২১; আব্বাস ২/২৭, নাসিম ১/৪৪)

ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মার্ক চ্যাপম্যান।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১–১ সমতা।