২০২৪ সালে টি–টোয়েন্টির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার অর্শদীপ

২০২৪ সালে আইসিসি বর্ষসেরা পুরুষ টি–টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের অর্শদীপ সিংএএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ১৭ বছরের অপেক্ষার অবসান ২০২৪ সালেই হয়েছে ভারতের। দ্বিতীয়বার ২০ ওভারের বিশ্বকাপ জেতা ভারতের এক খেলোয়াড়ই পেলেন ২০২৪ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সম্মান। দলটির পেসার অর্শদীপ সিং হয়েছেন ২০২৪ সালে টি-টোয়েন্টির বর্ষসেরা পুরুষ খেলোয়াড়।


ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপে পাওয়ার প্লে ও ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে ভারতের জয়ে বড় অবদান রাখেন অর্শদীপ। ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার সেই বিশ্বকাপে পেয়েছিলেন ১৭ উইকেট। আফগান পেসার ফজলহক ফারুকির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন অর্শদীপ।

বিশ্বকাপসহ ২০২৪ সালে ভারতের হয়ে ১৮টি টি-টোয়েন্টিতে অর্শদীপ পেয়েছেন ৩৬ উইকেট। ওভারপ্রতি ৭.৪৯ রান দেওয়া অর্শদীপ প্রতি ১০.৮০ বলেই নিয়েছেন একটি করে উইকেট।

বর্ষসেরা অর্শদীপ সিং
আইসিসি

২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন চারজন—সৌদি আরবের উসমান নাজিব (৩৮), শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৮), সংযুক্ত আরব আমিরাতের জুনাইদ সিদ্দিক (৪০) ও হংকংয়ের এহসান খান (৪৬)। তাঁদের সবাই অর্শদীপের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন

বর্ষসেরার লড়াইয়ে অর্শদীপের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

মেয়েদের বর্ষসেরা অ্যামেলিয়া কার

অ্যামেলিয়া কার
আইসিসি

২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড় অ্যমেলিয়া কারই পেলেন বছরের সেরা নারী টি–টোয়েন্টি খেলোয়াড়ের সম্মান। নিউজিল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার পেয়েছিলেন ১৫ উইকেট। ব্যাট হাতেও ১৩৫ রান করেছিলেন কিউই ক্রিকেটার

আরও পড়ুন