রুটের ১১ হাজারের দিনে পোপ-ডাকেটে পিষ্ট আয়ারল্যান্ড

দুজনে গড়েছেন ২৫২ রানের জুটিছবি: রয়টার্স

১৯৯ রানে দাঁড়িয়ে ওলি পোপের ওই ছক্কাটা দিয়েই লর্ডস টেস্টে ইংল্যান্ডের দাপটের পুরো চিত্রটা তুলে ধরা যায়। আয়ারল্যান্ডকে ১৭২ রানে গুটিয়ে দিয়ে পোপ, বেন ডাকেটদের ব্যাটিংয়ে ইংল্যান্ড গড়ে রানের পাহাড়। পোপের ডাবল সেঞ্চুরি আর বেন ডাকেটের বড় সেঞ্চুরিতে ৪ উইকেট ৫২৪ রান তুলে ইনিংস ঘোষণা করেন বেন স্টোকস।

তাতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড দাঁড়ায় ৩৫২ রানের। জবাবে দ্বিতীয় দিন শেষে ৯৭ রান তুলতে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেটই নিয়েছেন জশ টাং। ইনিংস পরাজয় এড়াতে আয়ারল্যান্ডের প্রয়োজন আরও ২৫৫ রান, হাতে ৭ টি উইকেট।

আরও পড়ুন

ওয়ানডে মেজাজে ইংল্যান্ডের রান পাহাড় গড়ার পেছনে সবচেয়ে বড় অবদান পোপের। আইরিশদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন পোপ। ইংল্যান্ডের সহ-অধিনায়ক ডাবল সেঞ্চুরি করেছেন ২০৭ বলে, যা ইংল্যান্ডের মাটিতে দ্রুততম আর ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ডাবল সেঞ্চুরি করা পোপ যদি নায়ক হন, তাহলে ব্যাট হাতে তাঁর সহকারী আছেন কয়েকজন।

যেখানে প্রথম নামটা আসবে ওপেনার ডাকেটের। ইংল্যান্ডের মাটিতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটা তিনিও গড়তে পারতেন। তবে গ্রাহাম হিউমের দারুণ এক ডেলিভারিতে ১৭৮ বলে ১৮২ রান করে বোল্ড হন এই বাঁহাতি। এদিন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট ছুঁয়েছেন ১১০০০ রানের মাইলফলক। টেস্টে সব মিলিয়ে ১১তম ও দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন রুট।

আরও পড়ুন

গতকাল চার দিনের টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডের ১৭২ রানের জবাবে ইংল্যান্ড ২৫ ওভারেই ১ উইকেট হারিয়ে তোলে ১৫২ রান। দ্বিতীয় দিনেও  রান তোলার গতি একটুও থামেনি। পোপ আর ডাকেট প্রথম সেশনে ২৯ ওভারে তোলেন ১৭৩ রান। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা ডাকেট দ্রুতই ক্যারিয়ারের দ্বিতীয় ও ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি করেন।

জো রুট ছুঁয়েছেন ১১০০০ রানের মাইলফলক
ছবি: এএফপি

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ১০০ রানের বেশি করেন এই বাঁহাতি। ১৫০ বলে ১৫০ রান করে গড়েন লর্ডসে দ্রুততম ১৫০ রান করার রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ডন ব্র্যাডম্যানের। ১৫০ করতে অস্ট্রেলিয়ার কিংবদন্তির লেগেছিল ১৬৬ বল। ৫৪ ওভারে ১ উইকেটে ৩২৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ইংল্যান্ড।

বিরতির পর ডাকেট ফিরলে ক্রিজে আসনে রুট। ডাকেট, ক্রলির দেখানো পথেই হাঁটেন রুট। ৫৫ বলে করেন ৫০। পোপের সঙ্গে রুটের জুটিতে আসে ১২৪ বলে ১৪৬ রান। দ্বিতীয় সেশনে ইংল্যান্ড তোলে ২৬ ওভারে ১৭৮ রান। তৃতীয় সেশনে দ্রুত রান তুলতে গিয়ে ফেরেন রুট। এরপর ডাবল সেঞ্চুরি করে পোপ আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেন বেন স্টোকস। আয়ারল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

আরও পড়ুন