আফ্রিদি কেন, কাউকেই সহ-অধিনায়ক হতে প্রস্তাব দেওয়া হয়নি—দাবি পিসিবির

পাকিস্তান টি–টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি (বাঁয়ে) ও বর্তমান অধিনায়ক বাবর আজমএএফপি

পাকিস্তানের অধিনায়কত্ব নিয়ে আলোচনা তো আর কম হয়নি! সেটা বন্ধ হওয়ার পর এবার পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে সহ-অধিনায়কত্ব নিয়ে আলোচনা। বিশ্বকাপে পাকিস্তানের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে, সেই প্রস্তাব আফ্রিদি ফিরিয়ে দিয়েছেন—গতকাল ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছিল। পরে এক বিবৃতিতে এই খবর নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ক্রিকইনফো জানিয়েছিল, আফ্রিদি প্রস্তাব গ্রহণ না করায় সহ-অধিনায়কত্বের জন্য নির্বাচকদের আলোচনায় ছিলেন অলরাউন্ডার শাদাব খান ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও। তবে বোলিংয়ে ছন্দহীনতার কারণে শাদাব এখন আর দলের ‘অটো চয়েজ’ নন। অন্যদিকে তুলনামূলক তরুণ কাউকে দায়িত্ব দিতে চাওয়ায় রিজওয়ানকেও বিবেচনা করা হয়নি।

পিসিবি বিবৃতিতে বলেছে, ‘নির্বাচকদের আলোচনার সময় সহ-অধিনায়কত্ব নিয়ে কথা হয়েছে। তবে কাউকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে না, সে বিষয়ে সবাই একমত ছিলেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।’

আফ্রিদি তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া ভালোভাবে নেননি, প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে এই বিষয়টিই স্পষ্ট হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে পিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে, দল ঐক্যবদ্ধই আছে, ‘দল পুরোপুরি ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাজ্যে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

আরও পড়ুন

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে এজবাস্টনে ইংল্যান্ডের কাছে ২৩ রানে হেরেছে পাকিস্তান। আলোচনার মূল কেন্দ্রে যিনি আছেন, সেই আফ্রিদি গতকালও পারফর্ম করেছেন। নিয়েছেন ৩৬ রানে ৩ উইকেট। এমনিতেই দারুণ ছন্দে আছেন আফ্রিদি। সর্বশেষ ৫ ম্যাচে এই বাঁহাতি পেসার উইকেট নিয়েছেন ১৪টি।

আরও পড়ুন