কোহলি ‘আপনি ভুল করেছেন, কেন অবসর নিলেন, আমরা আর ক্রিকেট দেখব না’

বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী আনুশকা শর্মাকোহলির ইনস্টাগ্রাম হ্যান্ডল

ভক্ত ও ক্রিকেটারের সম্পর্ক তো এমনই। কোত্থেকে, কীভাবে যেন একটা অধিকারবোধ জন্মায়!

বিরাট কোহলির ওপরও তেমনই অধিকারবোধ জন্মেছে সেই ভক্তের। কোহলি টেস্ট ছাড়ার পর তাই তাঁকে সামনে পেয়েই সেই ভক্ত হৃদয়ে পুঞ্জীভূত অভিমানের আগল খুলে দিয়েছেন, ‘কেন অবসর নিলেন? আমরা আর ক্রিকেট দেখব না!’

আরও পড়ুন

ঘটনাটি ঘটে মুম্বাই বিমানবন্দরে, ঠিক কবে তা জানা যায়নি। তবে গত সোমবার কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণার পর এবং গতকাল এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোহলি ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বিমানবন্দর থেকে বের হওয়ার পথে পাপারাজ্জিদের কবলে পড়েন। ভক্তরা তাঁকে ছেঁকে ধরেন। কেউ কেউ ছবিও তোলেন। ভিড়ের মধ্য থেকে একটি কণ্ঠের আওয়াজ কানে বেজেছে সবার।

কোহলির উদ্দেশে ভিড়ের ভেতর থেকে আবেগাক্রান্ত সেই কণ্ঠের আর্তি, ‘স্যার, আপনি ভুল করেছেন। কেন অবসর নিলেন? আমরা এখন থেকে আর ক্রিকেট দেখব না।’ সেই ভিড়ের ভেতর থেকে আরেকটি আবেগাক্রান্ত কণ্ঠের আর্তি, ‘শুধু আপনার জন্য আমি টেস্ট ক্রিকেট দেখতাম।’

ভক্তদের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই কোহলিকে ছুঁয়ে যায়। কিন্তু স্বাভাবিক থেকেই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁদের প্রতি এবং খুব বিনয়ের সঙ্গে সবাইকে বের হওয়ার পথ করে দিতে বলেন। তখনই ভিড়ের ভেতর থেকে আরেক ভক্ত ছবি তোলার আবদার জানালে কোহলি বলেন, ‘আজ একটু তাড়া আছে। কথা দিচ্ছি পরেরবার হবে।’

আরও পড়ুন

কিন্তু আবেগাক্রান্ত কণ্ঠগুলো এরপরও থামেনি। আনুশকাকে নিয়ে কোহলি গাড়িতে ওঠার পর যখন দরজা বন্ধ করবেন, ঠিক তখনই আরেক ভক্ত বলেন, ‘স্যার, আমরা আর ক্রিকেট দেখব না। আপনার জন্য আমরা ক্রিকেট দেখতাম।’ কোহলি একটু হেসে বুড়ো আঙুল তুলে ইতিবাচক ভঙ্গি করেন এর জবাবে। কিন্তু ভক্তদের আর্তি তখনো থামেনি। ভিড়ের ভেতর থেকেই ভেসে এল কোহলির জন্য অপেক্ষা করার কথা, ‘আমরা আপনার (ফেরার) অপেক্ষায় থাকব। এখন শুধু ওয়ানডে দেখব। এবার আরসিবি (আইপিএল) জিতবে।’

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, টেস্ট থেকে অবসর নেওয়ার এক দিন পর আনুশকাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন কোহলি। সেখানে আধ্যাত্মিক নেতা প্রেমানন্দ গোবিন্দ শরণজী মহারাজের আশীর্বাদ নেন এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, আত্মার শান্তি ও ভক্তির ক্ষমতা নিয়ে প্রেমানন্দ গোবিন্দর বলা কথাগুলো তাঁরা খুব মনোযোগ দিয়ে শুনছেন।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। তাঁর এ সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্র অশ্বিন যেমন বলেছেন, টেস্টে কোহলি আরও এক বা দুই বছর খেলতে পারতেন। অনেক ভক্তও তাঁর এ সিদ্ধান্তে অবাক হয়েছেন।