default-image

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বাবর আজমের প্রশংসা করতে গিয়ে মিয়াঁদাদ বলেছেন, ‘পাকিস্তান একটি দল হিসেবে খেলছে। এর (গল টেস্ট জয়ের) কৃতিত্ব সব খেলোয়াড়কেই দিতে হবে। এর সঙ্গে কৃতিত্ব দিতে হবে আমাদের নাম্বার ওয়ান অধিনায়ককে। সে আমাদের “ক্যাপ্টেন কুল”। সে কখনোই তার মেজাজ হারায় না।’

টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট—যে সংস্করণের ম্যাচই হোক, বাবর দলকে নেতৃত্ব দেন ঠান্ডা মাথায়। এর সঙ্গে ব্যাট হাতেও খুব ভালোভাবে ছন্দে আছেন বাবর। মিয়াঁদাদ বলেছেন, ‘সে দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে নিজে খুব ভালো পারফর্ম করছে। সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়। প্রায়ই দেখা যায়, একজন অধিনায়ক যখন পারফর্ম করে না, দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিয়াঁদাদ। পাকিস্তানকে ১২৩টি টেস্ট ও ২৩৩টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া সাবেক ক্রিকেটার বাবরের প্রশংসা করতে গিয়ে এরপর যা বলেছেন, সেটা হয়তো বাবরের ক্যারিয়ারে পাওয়া সেরা প্রশংসা হয়েই থাকবে, ‘বাবর এখন পরিণত। সে খেলা থেকে অবসর নেওয়ার আগপর্যন্ত পাকিস্তানের অধিনায়ক থাকা উচিত।’

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন