বিরিয়ানির কারণেই তাহলে পাকিস্তানি ফিল্ডারদের এমন দশা

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার পর প্রতিদিন হায়দরাবাদি বিরিয়ানি খাওয়া নিয়ে রসিকতা করেছেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খানছবি : টুইটার

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে সবার পরে ভারতের ভিসা পেয়েছে পাকিস্তান দল। তবে ভারতে পা রাখার পর থেকেই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আসছেন বাবর আজম-শাদাব খানরা।

পাকিস্তান দল এই মুহূর্তে আছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে। প্রস্তুতি ও মূল পর্ব মিলিয়ে সেখানে মোট ৪টি ম্যাচ খেলবেন বাবর-শাদাবরা, থাকতে হবে প্রায় দুই সপ্তাহ। বলা যায়, হায়দরাবাদ এখন পাকিস্তান দলের ‘বেজক্যাম্প’।

সেখানকার খাওয়াদাওয়া নিয়েও বেশ খুশিই থাকার কথা পাকিস্তানিদের। খেলোয়াড়দের প্রোটিনের চাহিদা পূরণে বাবরদের খাদ্যতালিকায় রাখা হচ্ছে মুরগি, খাসির মাংস ও মাছ। এ ছাড়া ভেড়ার গ্রিল, খাসির ঝোল, মাছের গ্রিল ছাড়াও বাটার চিকেন থাকছে তাঁদের মেনুতে। আর শহরটি যে কারণে ভোজনরসিকদের কাছে বিখ্যাত, সেই হায়দরাবাদি বিরিয়ানি তো আছেই।

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন শাদাব খান
ছবি : আইসিসি

তবে এত আতিথেয়তার পরও বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হয়নি। দলটি হেরে গেছে দুই ম্যাচেই। বিশ্বকাপ প্রস্তুতিতে শুধু পাকিস্তানই বৃষ্টির বাধা ছাড়া দুটি ম্যাচ খেলতে পেরেছে। গত শুক্রবার প্রথম ম্যাচটি তারা খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে আর গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু পারেনি একটিতেও।

আরও পড়ুন

পাকিস্তানের সবচেয়ে বড় শক্তির জায়গা ভাবা হয় বোলিং বিভাগকে, আরও স্পষ্ট করে বললে পেস বোলিং। সেই বোলাররাই দুই ম্যাচের প্রতিটিতে ৩৪০ রানের বেশি বিলিয়েছেন। বোলিংয়ের সঙ্গে পাকিস্তানের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের ফিল্ডিং। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডারদের একাধিক শিশুতোষ ভুলে পাকিস্তান দল সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে পরিণত হয়েছে।

যদিও কাল পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম বেশিক্ষণ ফিল্ডিং করেননি। ব্যাটিং করতে নেমেছিলেন ৬ নম্বরে। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন শাদাব। ম্যাচ শেষে পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের কারণ সম্পর্কে তাঁর কাছে জানতে চায় বিশ্বকাপের মূল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস।

পাকিস্তান দলের ফিল্ডিং কাল হাস্যরসের জন্ম দিয়েছে
ছবি : আইসিসি

জবাবে হায়দরাবাদি বিরিয়ানির বিষয়টি সামনে এনে মজা করেন শাদাব। ২৫ বছর বয়সী লেগ স্পিন অলরাউন্ডার বলেন, ‘আমরা এটা (বিরিয়ানি) প্রতিদিনই খাচ্ছি, সম্ভবত এ কারণে কিছুটা মন্থর হয়ে পড়েছি (হাসি)।’

আরও পড়ুন

দুটি প্রস্তুতি ম্যাচে হারলেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শাদাব, ‘(প্রস্তুতি ম্যাচে) ফল গুরুত্বপূর্ণ নয়। আমরা এখান থেকে অনেক ইতিবাচক জিনিস নিয়েছি। খেলা নিয়ে আমাদের মনোভাব ভালো ছিল, তবে ফল আমাদের হাতে নেই। যখন আপনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলবেন, তখন আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আসলে আমরা বেঞ্চশক্তি পরখ করতে চেয়েছিলাম। এখানকার (হায়দরাবাদ) কন্ডিশন সম্পর্কে আরেকটু ধারণা নিতে চেয়েছিলাম। আমার মনে হয়, আমরা একাদশ পেয়ে গিয়েছি।’

আগামীকাল আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। পাকিস্তানের অভিযান শুরু পরদিন শুক্রবার, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।