আগামীকাল শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তামিম ইকবাল খেলবেন কি না, সেটি নিশ্চিত নয়। তাঁর ছেলে আরহাম ইকবাল অসুস্থ। তাকে নিয়েই এখন ব্যস্ত আছেন তামিম।
আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউসুস এ কথা জানান, ‘তামিমকে নিয়েও একটু সমস্যা আছে। তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে খুব ব্যস্ত আছে। সে শেষ পর্যন্ত খেলবে কি না নিশ্চিত না। আশা করি হয়তো খেলবে। কিন্তু তারও পারবারিক সমস্যা আছে।’
তামিম সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর জুনে, বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর চোটের কারণে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলা হয়নি তাঁর। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফেরার কথা তামিমের।
এবারের আইপিএলেই খেলবেন না সাকিব
এদিকে চোটের কারণে আয়ারল্যান্ড টেস্ট খেলা হচ্ছে তাসকিন আহমেদেরও। টি-টোয়েন্টি সিরিজের সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি। যে কারণে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাসকিনকে। তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছে আরেক পেসার রেজাউর রহমানকে।