বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট পাবেন কীভাবে

আফগানিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশছবি: প্রথম আলো

আসন্ন ওয়ালটন বাংলাদেশ–আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ওয়ানডের সিরিজটি শুরু হবে ৫ জুলাই। টিকিট কেনা যাবে অনলাইন থেকেও।

পশ্চিম গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা ও পূর্ব গ্যালারির টিকিট কেনা যাবে ৩০০ টাকায়। ক্লাবহাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা এবং সবচেয়ে দামি রুফটপ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা।

বাংলাদেশ–আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ছবি: প্রথম আলো

বিসিবির ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকমেও পাওয়া যাবে ম্যাচের টিকিট। ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারির মোট টিকিটের ৩০ ভাগ ছাড়া হবে অনলাইনে। এ ছাড়া চট্টগ্রাম নগরের সাগরিকার বিটাক মোড় ও এম এ আজিজ স্টেডিয়ামের বুথ থেকেও টিকিট কিনতে পারবেন দর্শকেরা।

আরও পড়ুন

সিরিজের তিন ম্যাচের প্রতি ম্যাচের দুই দিন আগে থেকে বিক্রি করা হবে টিকিট। বুথে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। প্রাপ্যতা অনুযায়ী ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হতে পারে।

৫ জুলাই প্রথম ম্যাচের পর সিরিজের পরের ২ ম্যাচ ৮ ও ১১ জুলাই। ওয়ানডে সিরিজের সব ম্যাচই দিবারাত্রির। দুই দলের দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজটি হবে সিলেটে।