‘আমি অধিনায়ক’—রিভিউ নিয়ে মেজাজ হারিয়ে আম্পায়ারকে বাবর

পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আম্পায়ার রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর প্রতিক্রিয়াছবি: টুইটার

পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে মাঠে কখনো মেজাজ হারাতে দেখেছেন? মনে করাই কষ্টকর। মাঠের পরিস্থিতি যা–ই হোক না কেন, বাবরকে বেশির ভাগ সময় শান্ত মেজাজেই দেখা যায়। বিরল দৃশ্যটা দেখা গেল কাল এশিয়া কাপে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে। মাঠের আম্পায়ারের ওপর খানিকটা হলেও মেজাজ হারিয়ে বসেন পাকিস্তান অধিনায়ক।

আগে ব্যাট করে ১২১ রান তুলেছিল পাকিস্তান। শ্রীলঙ্কা ১৮ বল হাতে রেখে ম্যাচটা ৫ উইকেটে জিতে নেয়। ঘটনা শ্রীলঙ্কার যখন শেষ ৩০ বলে ১৯ রান দরকার, তখনকার। ১৬তম ওভারে বল করতে আসেন পাকিস্তানি পেসার হাসান আলী। তাঁর প্রথম বলটি খাটো লেংথ থেকে উঠে জমা পড়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ওপেনার পাথুম নিশাঙ্কা ব্যাটে খেলতে পারেননি। কিন্তু ক্যাচ আউটের আবেদন করে বসেন রিজওয়ান।

আরও পড়ুন

মাঠের আম্পায়ার রিজওয়ানের আবেদনে সাড়া দেননি। বল ব্যাটে লেগেছিল কি না, তা সতীর্থদের কাছে জানতে পিচে ছুটে আসেন বাবর। সতীর্থরা বল ব্যাটে লাগার সায় দিলে রিভিউ নেবেন—এমনটা মনে হয়েছিল। কিন্তু বাবরের সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত আর অপেক্ষা করেননি মাঠের আম্পায়ার অনিল চৌধুরী। তৃতীয় আম্পায়ারের কাছে আগেই রিভিউয়ের সিগন্যাল দিয়ে বসেন এই ভারতীয় আম্পায়ার। বিষয়টি কার সহ্য হয়! বাবরেরও হয়নি।

মাঠে বাবর পাকিস্তানের অধিনায়ক, রিভিউ নেওয়ার দরকার হলে সে সিদ্ধান্ত নিজে দেবেন। কিন্তু তাঁর সিদ্ধান্ত দেওয়া পর্যন্ত অপেক্ষা না করায় বাবর একটু এগিয়ে গিয়ে আম্পায়ারকে কিছু একটা বলেন। তখন ধারাভাষ্যকারেরা বাবরের মুখভঙ্গি দেখে ধরে নেন, পাকিস্তান অধিনায়ক সম্ভবত আম্পায়ারকে মনে করিয়ে দেন, ‘ম্যায় কাপ্তান হু (আমি অধিনায়ক)।’

অর্থাৎ রিভিউ নেওয়ার দরকার হলে অধিনায়ক হিসেবে আমি সেই সিদ্ধান্ত নেব, তুমি আগেভাগে এ সিদ্ধান্ত দেওয়ার কে—এই কথা বাবর মুখফুটে না বললেও সারমর্ম তো এটাই!

তবে আম্পায়ারের দৃষ্টিভঙ্গি থেকেও বিষয়টি দেখা যায়। রিজওয়ান বাবরকে রিভিউ নেওয়ার ইশারা করায় তিনি হয়তো ধরেই নিয়েছিলেন, বাবর রিভিউ নেবেন এবং নিয়েছেনও—সেটা ভেবেই হয়তো তৃতীয় আম্পায়ারকে সিগন্যাল দেন।

কিংবা রিজওয়ান রিভিউয়ের ইশারায় দেওয়ায় আম্পায়ারের হয়তো আর মাথায় ছিল না, এই সিদ্ধান্তটা নেবেন অধিনায়ক। রিজওয়ান রিভিউয়ের সিদ্ধান্ত দেওয়ার কেউ না।

আরও পড়ুন

ভাগ্যিস, সেই রিভিউয়ে কোনো উইকেট পড়েনি। উইকেট পড়লে তা মাঠের আম্পায়ারের জন্য মোটেও স্বস্তির কিছু হতো না।

এশিয়া কাপের ফাইনালে কাল পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচে শাদাব খান ও নাসিম শাহকে দলে ফিরিয়ে আনতে পারে পাকিস্তান। শাদাব চোটে আক্রান্ত এবং নাসিমকে কালকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল।