৩৩ বছর পর পাঁচ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-ভারত

চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারতএএফপি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নিয়মিতভাবে পাঁচ টেস্টের সিরিজ খেলছে উনিশ শতক থেকেই। সাম্প্রতিক সময়ে নিয়মিত পাঁচ টেস্টের সিরিজ খেলা শুরু করেছে ভারত-ইংল্যান্ডও। এবার নিজেদের টেস্ট সিরিজকে ৫ ম্যাচে উন্নীত করেছে অস্ট্রেলিয়া-ভারতও।

এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হবে ৫ টেস্ট।
অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে সর্বশেষ পাঁচ টেস্টের সিরিজ হয়েছিল ১৯৯১-৯২ মৌসুমে। গত তিন দশকে দুই দল আরও ১৫ বার একাধিক ম্যাচের সিরিজ খেললেও এর ১২টিই ছিল ৪ টেস্টের।  

আরও পড়ুন

ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড—ক্রিকেট আঙিনায় এই তিন দলের পরিচয় ‘বিগ থ্রি’ নামে। আইসিসি থেকে প্রাপ্য লভ্যাংশের সিংহভাগ পায় এই তিন দেশ, সাম্প্রতিক সময়ে টেস্টও খেলে থাকে অন্যদের তুলনায় বেশি।

আজ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই দলের ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্ট খেলা হবে। বিবৃতিতে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহকে উদ্ধৃত করে লেখা হয়, ‘এটি টেস্ট ক্রিকেটের তাৎপর্য লালন ও উন্নতিকল্পে আমাদের সম্মিলিত অঙ্গীকার।’

ভারত-অস্ট্রেলিয়ার সর্বশেষ সাতটি সিরিজই ছিল চার টেস্টের। এর মধ্যে সর্বশেষ চারটিসহ পাঁচটিতেই জিতেছে ভারত। তবে গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

সিরিজে টেস্টের সংখ্যা বাড়ানোর কথা উল্লেখ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফির সম্প্রসারণের ঘোষণা দিতে পেরে আমরা উৎফুল্ল, যা দুটি ক্রিকেটখেলুড়ে দেশের দ্বৈরথ এবং রোমাঞ্চকে তীব্র করে তুলবে।’

ভারত-অস্ট্রেলিয়ার সর্বশেষ পাঁচ টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে হওয়া সেই সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার।

আরও পড়ুন