দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো দিন নিউজিল্যান্ডের
যে উইকেটে ভারত অলআউট ৪৬ রানে, সেখানে নিউজিল্যান্ডের কী অবস্থা হবে কে জানে! যাঁরা এমনটা ভেবেছেন, তাঁদের ভাবনা সঠিক হয়নি। রোহিত শর্মার দলের মতো ব্যাটিং বিপর্যয় হয়নি নিউজিল্যান্ডের। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনটা সফরকারী নিউজিল্যান্ড শেষ করেছে ৩ উইকেটে ১৮০ রান তুলে। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে কিউইরা।
আলোকস্বল্পতায় একটু আগেভাগেই শেষ হয়েছে দিনের খেলা। সহজ হয়ে আসা উইকেটে শেষ বেলায় দ্রুত দুটি উইকেট না হারালে দ্বিতীয় দিনটা আরও ভালোভাবে শেষ করতে পারত নিউজিল্যান্ড। ৬৭ রানে অধিনায়ক টম ল্যাথামকে হারানোর পর উইল ইয়াংকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন ডেভন কনওয়ে।
৩২ রানে স্লিপে ক্যাচ দিয়েও রোহিতের সৌজন্যে বেঁচে যাওয়া ইয়াং আর মাত্র ১ রান যোগ করার পর রবীন্দ্র জাদেজাকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দেন।
১৪২ রানে দ্বিতীয় উইকেটের পর নিউজিল্যান্ড তৃতীয় উইকেট হারায় তিন ওভার ও ১৪ রান পরে। এবার ডেভন কনওয়েকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন। ১০৫ বলেই ১১ চার ও ৩ ছক্কায় ৯১ রানের ইনিংস খেলে রিভার্স সুইপ করতে গিয়ে ফিরেছেন কিউই ওপেনার। আউট হওয়ার পর কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে ছিলেন কনওয়ে। সেঞ্চুরি হারানোর দুঃখে নয়, অশ্বিনের বল স্টাম্প ভাঙার আগে ভারতের বদলি উইকেটকিপার ধ্রুব জুরেলের গ্লাভসে লেগে বেল পড়েছে কি না, সেটি তৃতীয় আম্পায়ার পরীক্ষা করাতেই কনওয়ের এই অপেক্ষা।
মাত্র দুই ওভার আগেই ঋষভ পন্তের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন জুরেল। ৩৭তম ওভারের শেষ বলে কনওয়েকে স্টাম্পিং করতে গিয়ে ডান হাঁটুতে চোট পান পন্ত। হাঁটুতে বেলের আঘাতে পড়ে গিয়েছিলেন, এরপর যন্ত্রণাকাতর মুখ নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন পন্ত।
ইয়াং-কনওয়েকে হারানোর পর দিনের বাকিটা সময় পাড় করেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। বৃষ্টিতে প্রথম দিনটা ভেসে যাওয়া ম্যাচে দ্বিতীয় দিনের মতো আগামীকালও খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌনে ১০টায়।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৩১.২ ওভারে ৪৬ (পন্ত ২০, জয়সোয়াল ১৩; হেনরি ৫/১৫, ও’রুর্ক ৪/২২, সাউদি ১/৮)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫০ ওভারে ১৮০/৩ (কনওয়ে ৯১, ইয়াং ৩৩, রবীন্দ্র ২২*; জাদেজা ১/২৮, অশ্বিন ১/৪৬, কুলদীপ ১/৫৭)।