পাকিস্তানের হাস্যকর ফিল্ডিং নিয়ে ধাওয়ানের হাস্যরস

ফিল্ডিংয়ে ভুলের পর ম্যাচও হেরেছে পাকিস্তানছবি: এএফপি

সহজ ক্যাচ ছেড়ে দেওয়া, মিস ফিল্ডিং, দুই ফিল্ডারের ভুল–বোঝাবুঝিতে বাউন্ডারি হয়ে যাওয়া—ফিল্ডিংয়ে এমন কাণ্ড যেন পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিরই অংশ! এসব ভুলে অনেকবার সংবাদের শিরোনাম হয়েছে দলটি। প্রজন্ম যায়, নতুন প্রজন্ম আসে কিন্তু এসব ভুল যেন ঠিক হওয়ার নয়। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আবারও তেমনই এক ভুল করে আলোচনায় পাকিস্তান।

ফিল্ডিংয়ে এবারের ভুলটি হয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৩তম ওভারের খেলা চলছিল তখন। মারনাস লাবুশেনকে বল করছিলেন হারিস রউফ। ঠিক সে সময়েই দেখা গেল হাস্যকর ফিল্ডিংয়ের প্রদর্শনী।

আরও পড়ুন

স্কয়ার লেগ দিয়ে গড়িয়ে যাওয়া বলটি থামানোর জন্য গিয়েছিলেন দুই পাকিস্তানি ফিল্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মোহাম্মদ নওয়াজ। দুজনই ভেবেছিলেন অন্যজন বল থামাবেন। কিন্তু ভুল ভাঙার আগে বল গড়িয়ে গেল সীমানার দিকে। এমনকি তখনো বল থামিয়ে চার বাঁচানোর সুযোগ ছিল। কিন্তু বিভ্রান্ত দুই ফিল্ডারের সংবিৎ ফেরার আগে বল চলে যায় বাউন্ডারির বাইরে, যার ফলে ৪ রান উপহার পায় অস্ট্রেলিয়া।

পাকিস্তানের এমন হাস্যকর ফিল্ডিং নিয়ে সমালোচনা ও হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। যেখানে যোগ দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানও। ফিল্ডিংয়ে ভুলের ভিডিওটি পোস্ট করে তিনি মজা করে লিখেছেন, ‘পাকিস্তান এবং ফিল্ডিং—কখনো শেষ না হওয়া এক ভালোবাসার গল্প।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজিও।

আরও পড়ুন

রিশি নামের অন্য একজন কটাক্ষ করে লিখেছেন, ‘ফিল্ডিংয়ে পাকিস্তানই বিশ্বসেরা।’
এদিন অবশ্য বাজে ফিল্ডিংয়ের পাশাপাশি দারুণ কিছু বাউন্ডারিও বাঁচিয়েছে পাকিস্তানি ফিল্ডার। তেমনই একটি চার বাঁচানোর ভিডিও পোস্ট করে হামজা নামের একজন ক্যাপশন দিয়েছেন, ‘পাকিস্তানের ফিল্ডিং তার সেরা অবস্থানে। এই ওপরে তো এই নিচে।’