টানা ১১ ওয়ানডেতে টস হারা রোহিতের সামনেও আছেন একজন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সেমিফাইনালেও টস হেরেছেন ভারতের অধিনায়ক রোহিতএএফপি

দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুদ্রা নিক্ষেপের পরই ভারতীয় সমর্থকদের কেউ কেউ হয়তো অস্ফুটে বলে ফেলেছেন, আবারও! নাহ, রোহিত শর্মাকে নিয়ে আর পারা গেল না। মুদ্রা নিক্ষেপে সৌভাগ্যের দেখা পেতে তাঁকে কি মন্ত্রপূত কোনো ওঝার কাছে নিতে হবে!

আরও পড়ুন

এসবই রসিকতা। তবে ঘটনা সত্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সেমিফাইনালেও টস হেরেছেন রোহিত। যেমনটা হেরেছেন এই টুর্নামেন্টে এর আগে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে। চাইলে আরও পিছিয়ে যেতে পারেন। পেছাতে পেছাতে গত বছরও পেরিয়ে ২০২৩ সালের নভেম্বরে এসে থামতে হবে। কারণ? ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে টসে জয় পাননি রোহিত। এ নিয়ে টানা ১১টি টস হারলেন ভারতের অধিনায়ক। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে তাঁর এই দুর্ভাগ্যের শুরু।

টস ভাগ্য মোটেও ভালো যাচ্ছে না রোহিতের
এএফপি

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে টানা টস হারের রেকর্ড গড়ার খুব কাছাকাছিই আছেন রোহিত। এই সংস্করণে অধিনায়ক হিসেবে টানা সর্বোচ্চ ১২টি টস হারের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার। ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টস জয়ের দেখা পাননি লারা। নেদারল্যান্ডসের পিটার বোরেন ও রোহিত সমান ১১ বার টস হেরে এ তালিকায় দ্বিতীয়। বোরেন ২০১১ সালের ১৮ মার্চ থেকে ২০১৩ সালের ২৭ আগস্ট পর্যন্ত টস জেতেননি। ওয়ানডেতে টানা টস হারের এই তালিকায় শুধু লারা, রোহিত ও বোরেনই ন্যূনতম ১০ বার করে হেরেছেন।

আরও পড়ুন

তবে রোহিতের টস–ভাগ্য প্রসন্ন না হওয়ায় ভারতের একটি রেকর্ড আরও বড় হলো। ওয়ানডেতে এ নিয়ে টানা ১৪ টস হারল ভারত, যা বিশ্ব রেকর্ড। আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে টস হারের পর দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রতি ম্যাচেই টস হেরেছে ভারত। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে হেরেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে। তবে এ পথে দুর্ভাগ্যের দায় শুধু রোহিতের একার নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে লোকেশ রাহুল ভারতের অধিনায়কত্ব করায় তাঁরও কিছুটা দায় থেকে যায়।

ওয়ানডেতে এর আগে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে টস হারের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। শুধু ভারত ও নেদারল্যান্ডসই টানা অন্তত ১০ ম্যাচে টস হেরেছে।