ছিটকে গেলেন জাহানারা-ফারজানা, আট বছর পর জাতীয় দলে সোহেলি

এ টুর্নামেন্ট দিয়েই টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন জাহানারাশামসুল হক

এ টুর্নামেন্ট দিয়েই টি-টোয়েন্টি দলে ফিরেছেন জাহানারা আলম। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগেই ছিটকে গেলেন এ পেসার। অনুশীলনে হাতে চোট পেয়ে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ২৯ বছর বয়সী জাহানারার। করোনাভাইরাসে পজিটিভ হওয়াতে খেলতে পারবেন না ব্যাটার ফারজানা হকও। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে। তত দিনে গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার অনুশীলনের সময় ডান হাতে চোট পান জাহানারা। দুটি সেলাই লেগেছে তাঁর। জাহানারার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে বাঁহাতি পেসার ফারিহা ইসলামকে। সর্বশেষ কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের দলে ছিলেন ফারিহা, বাদ পড়েছিলেন এবার।

আরও পড়ুন

অন্যদিকে ফারজানার ব্যাপারে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টুর্নামেন্টের মেডিকেল বিধি অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে। ফারজানার বদলে দলে ডাকা হয়েছে সোহেলি আক্তারকে। আট বছর আগে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন এ অলরাউন্ডার। এখন পর্যন্ত ২টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সর্বশেষ জাতীয় লিগে সোহেলি ৫ ম্যাচে করেছেন ৬২ রান, নিয়েছেন ৩ উইকেট।

করোনাভাইরাস পজিটিভ হয়েছেন ফারজানা হক
ফাইল ছবি

ফারিহা ও সোহেলি আগামীকাল আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন।

১৮ সেপ্টেম্বর আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু হবে নিগার সুলতানার দলের। গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

১৮ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিচ্ছে আটটি দল। এ টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুটি দল আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে সুযোগ পাবে।

সর্বশেষ বাছাইপর্বেও চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। যদিও এবার দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার বলেছেন, সামনে আর টুর্নামেন্ট খেলতে চান না তাঁরা। আইসিসির উইমেনস চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশ আছে বলে পরের বার সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ আছে তাঁদের সামনে। এবার অবশ্য বাছাইপর্ব পেরিয়েই যেতে হবে বাংলাদেশকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, শামীমা সুলতানা, সোহেলি আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুম, সানজিদা আক্তার, মারুফা আক্তার।

বাংলাদেশের ম্যাচ
বিপক্ষ আয়ারল্যান্ড, ১৮ সেপ্টেম্বর, আবুধাবি
বিপক্ষ স্কটল্যান্ড, ১৯ সেপ্টেম্বর, আবুধাবি
বিপক্ষ যুক্তরাষ্ট্র, ২১ সেপ্টেম্বর, আবুধাবি