এবার বক্সিং ডে টেস্টে ওয়ার্নকে স্মরণ করা হবে যেভাবে

এমসিজিতে শেন ওয়ার্নের তিন সন্তান (বাঁ থেকে) সামার, জ্যাকসন ও ব্রুকএএফপি

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে দর্শকদের বিনা মূল্যে হৃৎপিণ্ডের পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে কিংবদন্তি শেন ওয়ার্নকে স্মরণ করতেই এমন উদ্যোগ। হৃদ্‌রোগ ও অন্যান্য স্বাস্থ্য সচেতনা বাড়াতে সম্প্রতি শেন ওয়ার্ন লিগ্যাসি (এসডব্লিউএল) নামের একটি ফাউন্ডেশন গঠন করেছেন ওয়ার্নের তিন সন্তান—সামার, জ্যাকসন ও ব্রুক। এসডব্লিউএলের সঙ্গে এমসিজিতে বক্সিং ডে টেস্টে যৌথভাবে বিনা মূল্যে হৃৎপিণ্ড পরীক্ষার উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০২২ সালের মার্চে থাইল্যান্ডে ৫২ বছর বয়সে হৃদ্‌রোগে মারা যান টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ওয়ার্ন। তাঁর ঘরের মাঠ এমসিজিতে গত বছরও স্মরণ করা হয়েছিল তাঁকে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে বেলা ৩টা ৫০ মিনিটে ওয়ার্নের ৩৫০ নম্বর ক্যাপের স্মরণে খেলা বন্ধ করা হয়েছিল। এবার ওই সময়ে ওয়ার্নের স্মরণে সমর্থকদের সাদা ফ্লপি হ্যাট তুলে ধরতে অনুরোধ করা হয়েছে। গতবারের মতো এবারও সমর্থকদের সাদা হ্যাট পরে যেতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

এর বাইরে ম্যাচের প্রথম চার দিন এমসিজির বিভিন্ন জায়গায় ২৩টি হেলথ স্টেশন স্থাপন করা হবে। সেখানে সমর্থকেরা বিনা মূল্যে চার মিনিটের পরীক্ষার ভেতর দিয়ে যেতে পারবেন।

বক্সিং ডে টেস্টে এমসিজিতে বিনামূল্যে হৃদ্‌পিণ্ডের স্বাস্থ্য পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে শেন ওয়ার্ন লিগ্যাসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া
এএফপি

এ উদ্যোগ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘শেন ওয়ার্ন লিগ্যাসির সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে। অস্ট্রেলিয়ায় ও বিশ্বজুড়েই শেনকে সবাই অনেক মিস করে। তাঁর সম্মানে এমন ইতিবাচক পরিবর্তনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় শেন ওয়ার্ন লিগ্যাসি ও ওয়ার্নের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ।’

এমসিজিতে বক্সিং ডে টেস্টে রক্তচাপ, রেস্টিং হার্টবিট ও হৃৎপিণ্ডের বয়সের অনুমান ও ডায়াবেটিসের ঝুঁকি পরীক্ষা করানো হবে। হকলি বলেছেন, ‘আমি সবাইকে বক্সিং ডে টেস্টে এসে শেন ওয়ার্ন লিগ্যাসি হার্ট টেস্টে অংশ নিতে উৎসাহিত করব এবং অন্য যেকোনো স্বাস্থ্যগত ব্যাপারে পেশাদার কারও সহায়তা নিতেও বলব।’

আরও পড়ুন

শেন ওয়ার্ন লিগ্যাসির প্রধান নির্বাহী হেলেন নোলান বলেছেন, ‘আমাদের ও ওয়ার্নের পুরো পরিবারের জন্য এটি অনেক তাৎপর্যের। এর মাধ্যমে আইকনিক এমসিজিতে বিশেষ জমায়েত হবে, যাতে ক্রিকেট অনুরাগীরা এবং অন্যরাও একত্রে এসে শেনকে সম্মান জানাতে পারবেন তার বছরের প্রিয় এই সপ্তাহে, সেটিও আবার এমন জায়গায়, যে মাঠকে ওয়ার্ন তার “অফিস” বলত।’

ওয়ার্নের আকস্মিক মৃত্যুর পর হৃৎপিণ্ডের স্বাস্থ্য পরীক্ষার হারও বেড়েছে বলে জানিয়েছে ক্রিকেটডটকমডটএইউ। ২০২৩ সালের জানুয়ারিতে সেটি বেড়েছিল ৬২ শতাংশ।

২০০৬ সালে এমসিজিতে ক্যারিয়ারের ৭০০তম টেস্ট উইকেট পান শেন ওয়ার্ন
রয়টার্স

ভিক্টোরিয়ার সন্তান ওয়ার্ন একসময় বাবা ও ভাইয়ের সঙ্গে এমসিজিতে বক্সিং ডে টেস্ট দেখতে যেতেন। পরে ক্যারিয়ারে সে মাঠে ১১টি টেস্টে ৫৬টি উইকেট নেন তিনি। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে নিজের শেষ টেস্টে বক্সিং ডে-তেই অ্যান্ড্রু স্ট্রাউসকে বোল্ড করে ক্যারিয়ারের ৭০০তম উইকেটটি পেয়েছিলেন ওয়ার্ন।

মৃত্যুর পর ওয়ার্নের স্মরণ অনুষ্ঠান হয় এমসিজিতে, তাঁর স্মরণে এমসিসিজির একটি স্ট্যান্ডের নামকরণও করা হয়।