আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের খবর উড়িয়ে দিলেন বাবর

সংবাদ সম্মেলনে বাবর আজমছবি: টুইটার

এমন কিছুই হয়নি!

অন্তত পাকিস্তান অধিনায়ক বাবর আজম সেটাই বলছেন। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর টিম মিটিংয়ে বিতণ্ডায় জড়িয়েছিলেন অধিনায়ক বাবর আজম ও ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি—এমন দাবি করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম। ভারতে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সেই বিতণ্ডার খবর উড়িয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। বাবর বলছেন, সেদিন ড্রেসিংরুমে এমন কিছুই হয়নি।

আজ বাবর নিশ্চিত করলেন, বিষয়টি গুজব। সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘সবাইকে সম্মান দেওয়া হয়। ম্যাচ শেষে আমরা হেরে গেলে আমাদের নিয়মিত মিটিং হয়। কিন্তু মাঝেমধ্যে এটাকে এমনভাবে দেখানো হয় যেন আমরা মারামারি করেছি। এমন হওয়া উচিত নয়। আমরা এক অপরকে ততটাই ভালোবাসি, যতটা পরিবারকে ভালোবাসি।’

আরও পড়ুন

এশিয়া কাপে পাকিস্তান ছিল টপ ফেবারিট। এশিয়া কাপের আগে তারা ছিল দুর্দান্ত ছন্দে। এশিয়া কাপের আগে ওয়ানডেতে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও হারিয়েছিল পাকিস্তান। তবে এশিয়া কাপে দল প্রত্যাশা পূরণ করতে পারেনি।

নেপালকে ২৩৮ রানে হারিয়ে দারুণ শুরু করা পাকিস্তান সুপার ফোর পর্ব শেষ করেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে। ভারতের বিপক্ষে ২২৮ রানের বড় ব্যবধানে হারেও পাকিস্তান বেশ সমালোচনার মুখে পড়ে।  

শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও পাকিস্তান জিততে পারেনি। এরপরই ড্রেসিংরুমে বাবর ও আফ্রিদির বিতণ্ডার খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ড্রেসিংরুমে অধিনায়ক বাবর বলেছেন, তাঁর দলের খেলোয়াড়েরা দায়িত্ব নিয়ে খেলছেন না। এর জবাবে নাকি আফ্রিদি বলেছিলেন, ‘অন্তত যারা ভালো ব্যাটিং ও বোলিং করেছে, তাদের কৃতিত্ব দাও।’

বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি
ছবি: ইনস্টাগ্রাম

এর জবাবটা বাবর নাকি দিয়েছিলেন এভাবে, ‘আমি জানি কে ভালো পারফর্ম করেছে!’ দুজনের এই বিতণ্ডা থামান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছিল ভারতের টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ আরও কিছু সংবাদমাধ্যম।

আরও পড়ুন