গাপটিলের রেকর্ড, টি–টোয়েন্টিতে বছরের প্রথম হার নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখন গাপটিলেরছবি: এএফপি

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গাটা নিয়ে কিছুদিন ধরেই লড়াই হচ্ছে রোহিত শর্মা ও মার্টিন গাপটিলের মধ্যে। কাল কিংস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে রোহিতকে আবারও পেছনে ফেলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন গাপটিল। তবে দুজনের মধ্যে ব্যবধান মাত্র ১০ রানের। অর্থাৎ, লড়াই বেশ জমেছে।

আরও পড়ুন

নিয়মিত অধিনায়ক নিকোলাস পুরানকে এ ম্যাচে বিশ্রাম দেয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়কত্ব করেন রোভম্যান পাওয়েল। আগেই সিরিজ জিতে নেওয়া নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন টস জিতে ব্যাটিং নেন। রোহিতকে পেছনে ফেলতে মাত্র ৬ রান দরকার ছিল নিউজিল্যান্ড ওপেনার গাপটিলের। এই ম্যাচ খেলতে নামার আগে ১২০ ম্যাচে তাঁর রান ছিল ৩৪৮২। গাপটিল বেশি দূর এগোতে পারেননি। ১৩ বলে ১৫ রান করে আকিল হোসেনের বলে বোল্ড হন।

১২১ ম্যাচে ১১৭ ইনিংসে ৩৪৯৭ রান নিয়ে এখন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে গাপটিল সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৩২ ম্যাচে ১২৪ ইনিংসে ৩৪৮৭ রান করেছেন রোহিত শর্মা। রেকর্ড গড়লেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি গাপটিল। নিউজিল্যান্ডের ৭ উইকেটে ১৪৫ রানের স্কোর তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। টি–টোয়েন্টিতে এ বছর এটাই প্রথম হার নিউজিল্যান্ডের।

অর্ধশতক তুলে নেওয়ার পর শামারাহ ব্রুকস
ছবি: এএফপি

২৬ বলে ৪১ রান করা গ্লেন ফিলিপস ছাড়া নিউজিল্যান্ডের আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। ২৭ বলে ২৪ রান করেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯ রানে ৩ উইকেট ওডেন স্মিথের। ২টি উইকেট আকিল হোসেনের। তাড়া করতে নেমে ওপেনিং–জুটিতেই মোটামুটি জয় নিশ্চিত হয়ে যায় ক্যারিবিয়ানদের। ১৩.১ ওভারে ক্যারিবিয়ান ওপেনিং জুটি বিচ্ছিন্ন হওয়ার আগে স্কোরবোর্ডে উঠেছে ১০২ রান। ৩৫ বলে ৫৩ রান করে টিম সাউদির বলে আউট হন ব্রান্ডন কিং। অন্য প্রান্তে ৫৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন শামারাহ ব্রুকস। ১৫ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন রোভম্যান পাওয়েল।

আরও পড়ুন
আরও পড়ুন

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ বছর এটাই প্রথম হার নিউজিল্যান্ডের। ওয়ানডেতে এ বছর সাত ম্যাচ খেলে এখনো হারেনি কিউইরা। টি–টোয়েন্টিতে এ বছর টানা নয় জয় তুলে নেওয়ার পর দশম ম্যাচে এসে হারল উইলিয়ামসনের দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার মুখোমুখি হবে দুই দল।