মার্শাল–হোল্ডিং–অ্যামব্রোসদের নয়, রেকর্ডটা জেইডেন সিলসের

ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসএএফপি

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি সব ফাস্ট বোলারের দল। ওয়েস হল, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, কলিন ক্রফট, অ্যান্ডি রবার্টস, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ইয়ান বিশপ....কত কত বিখ্যাত সব নাম!

শুধুই কি ফাস্ট বোলার, টেস্টে ইতিহাসে ৩০০ উইকেট নেওয়া প্রথম স্পিনারও তো একজন ক্যারিবিয়ান—ল্যান্স গিবস।

তবে এসব এখন ওয়েস্ট ইন্ডিজের সোনালি অতীত। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিয়ানদের প্রবল দাপট এখন প্রায় গল্প হয়ে গেছে। যদিও এখনো ওয়েস্ট ইন্ডিয়ানরা মাঝেমধ্যেই কিংবদন্তিদের কথা মনে করিয়ে দেন। বাংলাদেশ সময় কাল রাতেই যেমন মনে করালেন জেইডেন সিলস ও শামার জোসেফ। ব্রিজটাউনে এই দুই তরুণ ক্যারিবীয় পেসার মিলে ধসিয়ে দেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সিলস নিয়েছেন ৬০ রানে ৫ উইকেট, শামার জোসেফ ৪ উইকেট নিয়েছেন ৪৬ রানে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস তাতে থেমেছে ১৮০ রানেই।

১৯ টেস্টের ক্যারিয়ারে ৮০ উইকেট নেওয়া সিলস তৃতীয়বার পেলেন এক ইনিংসে ৫ উইকেট। টেস্টে ২৩ বছর বয়সী পেসারের বোলিং গড় রীতিমতো ঈর্ষণীয়—২১.৬২। টেস্টে যেসব ক্যারিবীয় বোলার ৫০–এর বেশি উইকেট নিয়েছেন, তাঁদের মধ্যে গড়ে ব্রিজটাউন টেস্টের প্রথম দিন শেষে সিলস আছেন চারে। সিলসের ওপরে থাকা তিনটি নামের আগে কিংবদন্তি বিশেষণ ব্যবহার করতেই হয়—ম্যালকম মার্শাল (২০.৯৪), জোয়েল গার্নার (২০.৯৭) ও কার্টলি অ্যামব্রোস (২০.৯৯)।

জশ ইংলিসকে ফেরানোর পর জেইডেন সিলস (ডানে)
এএফপি

উইকেটপ্রতি রান খরচের এই পরিসংখ্যানে সিলসকে চারে দেখে যদি অবাক হন, তবে আপনার জন্য আরও বড় বিস্ময় অপেক্ষা করছে স্ট্রাইক রেটে। ২০২১ সালে টেস্ট অভিষিক্ত সিলসের স্ট্রাইক রেট ৩৭.৯! অর্থাৎ টেস্টে প্রতি ৩৭.৯ বলে একটি করে উইকেট পেয়েছেন সিলস।

টেস্টে কমপক্ষে ৫০ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৪৯ জন বোলার। স্ট্রাইক রেটের হিসাবে বিশাল ব্যবধানে এগিয়ে থেকে সিলসই ১ নম্বর। অন্য ৪৮ জনের সবার স্ট্রাইক রেটই ৪৬–এর বেশি।

সিলসের পরের নামটি জার্মেইন লসন। ১৩ টেস্টের ক্যারিয়ারে ৫১ উইকেট নেওয়া লসনের স্ট্রাইক রেট ৪৬.৩। ২০০৩ সালে ঢাকায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩ রানে ৬ উইকেট নেওয়ার মতো অবিশ্বাস্য কাণ্ড করা লসনের ক্যারিয়ারটা থেমেছে ১৩ টেস্টেই।

লসনের নাতিদীর্ঘ ক্যারিয়ারটাকে উপেক্ষা করলে এরপর নাম আসে কিংবদন্তি ম্যালকম মার্শালের। ক্যানসারে মারা যাওয়া সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ৮১ টেস্টের ক্যারিয়ারে ৪৬.৭ স্ট্রাইক রেটে নিয়েছেন ৩৭৬ উইকেট।

স্ট্রাইক রেটের এই হিসাবে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে সিলস এই মুহূর্তে আছেন ৫ নম্বরে। ন্যূনতম উইকেট সংখ্যাকে ৬০ ধরলে সিলস উঠে আসেন তিনে। আর যদি কমপক্ষে ৮০ উইকেট নেওয়া বোলারদের ধরা হয় তবে জেইডেন সিলসের ওপরে থাকেন শুধু একজনই—জর্জ লোহম্যান। উনিশ শতকের ইংলিশ পেসারের স্ট্রাইক রেট ৩৪.১! ১৮ টেস্টের ক্যারিয়ারে ১১২ উইকেট নেওয়া লোহম্যানের গড় ১০.৭৫। কমপক্ষে ৫০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে গড়েও সবার ওপরে লোহম্যান। ১২.৭০ গড় নিয়ে তাঁর পরেই আছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, দুই দেশের হয়েই টেস্ট খেলা জেজে ফেরিস। ৯ টেস্টে ১২.৭০ ও ৩৭.৭ স্ট্রাইক রেটে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি বোলার।

আরও পড়ুন