মুম্বাইয়ের দুই শাখায় দুই ভূমিকায় বন্ড

নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ডছবি: মুম্বাই ইন্ডিয়ানস টুইটার

আইপিএলে ২০১৫ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং কোচ শেন বন্ড। এ দায়িত্ব পালনের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ানস এমিরেটস ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান কোচের দায়িত্বও নেবেন নিউজিল্যান্ডের সাবেক এই ফাস্ট বোলার।

আরব আমিরাত ইন্টারন্যাশনাল লিগ টি২০–এর (আইএলটি২০) ফ্র্যাঞ্চাইজি দলটি আজ শেন বন্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আইএলটি২০–তে ফ্র্যাঞ্চাইজি কিনে মুম্বাই এমিরেটস নাম দিয়েছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস।

মুম্বাই এমিরেটস কোচিং স্টাফে ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেল থাকবেন ব্যাটিং কোচ হিসেবে। সাবেক পেসার বিনয় কুমারকে বোলিং কোচ, নিউজিল্যান্ডের সাবেক পেসার জেমস ফ্রাঙ্কলিনকে ফিল্ডিং কোচ এবং সাবেক অলরাউন্ডার রবিন সিংকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে মুম্বাই এমিরেটস। পার্থিব প্যাটেল ও বিনয় কুমারের কোচ হিসেবে অভিষেক হবে এই ফ্র্যাঞ্চাইজি দিয়েই।

আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের মতো আইএলটি২০–ও আগামী বছরের জানুয়ারি–ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগেও দল রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের। অর্থাৎ কোচিং স্টাফে আরও জনবল লাগবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি দলের।

মুম্বাই এমিরেটসের টুইটার অ্যাকাউন্টে শেন বন্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে তাঁর প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম ‘স্পোর্টসস্টার’। নিউজিল্যান্ডের হয়ে ১৮ টেস্টে ৮৭ উইকেট, ৮২ ওয়ানডেতে ১৪৭ উইকেট ও ২০টি টি–টোয়েন্টিতে ২৫ উইকেট নেওয়া সাবেক এই পেসার বলেছেন, ‘মুম্বাই এমিরেটসের কোচ হওয়া আমার জন্য সম্মানের। নতুন দল গড়তে সব সময়ই ভালো লাগে। মুম্বাই ইন্ডিয়ানসে নিজের ছাপ রেখে যেতে চাই এবং খেলোয়াড়দের উৎসাহ দিয়ে খেলাটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাই।’

টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষেই দক্ষিণ আফ্রিকা কোচের দায়িত্ব ছাড়বেন মার্ক বাউচার। এরপর মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচের দায়িত্ব নেবেন। ২০১৭ সাল থেকে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে থাকা মাহেলা জয়াবর্ধনে আরও বড় পদ পেয়েছেন। তাঁকে মুম্বাই ইন্ডিয়ানসের গ্লোবাল হেড অব পারফরম্যান্স পদ দেওয়া হয়েছে। মুম্বাইয়ের তিনটি ফ্র্যাঞ্চাইজির (আইপিএল, আইএলটি২০, এসএ২০) জন্য খেলোয়াড় বাছাই এবং কোচিংয়ের দেখভাল করবেন শ্রীলঙ্কান কিংবদন্তি।

ভারতের সাবেক পেসার জহির খান এর আগে মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেট অপারেশনস পরিচালক পদে ছিলেন। তাঁকে মুম্বাইয়ের তিনটি ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট পদ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের দল মুম্বাই ইন্ডিয়ানস কেপটাউনের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ। সহকারী কোচ হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলা। দলটির ম্যানেজার রবিন পিটারসেন।