মোস্তাফিজের জাদুকরী স্পেল, জয় পেল দুবাই

৪ বলে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমানই হয়েছেন ম্যাচসেরাছবি: আইএল টি–টোয়েন্টি

আইএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান। প্রথম ৬ ম্যাচে উইকেট পাওয়ার পর আজ আবুধাবিতে সপ্তম ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। এক ওভারে ৪ বলে ৩ উইকেট তুলে নেন এই পেসার। জেমস ভিন্স (৩৬) ও আজমতউল্লাহ ওমরজাইকে (৪৩) আউট করেন মোস্তাফিজ। দুবাই ক্যাপিটালস গালফ জায়ান্টসকে ১৫৬ রানে অলআউট করে ৬ উইকেটে জয় পায়। ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মোস্তাফিজের মোট উইকেট ১৪টি।