রানবন্যার সিরিজে ওলট-পালট যত রেকর্ড

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লড়াইয়ে রেকর্ড বইয়ের একের পর এক পাতা লেখা হয়েছে নতুন করে। সবই ব্যাটসম্যানদের সৌজন্যে।

সিরিজের প্রথম টেস্টের টসের সময় দুই অধিনায়ক বেন স্টোকস (বাঁয়ে) ও শুবমান গিলবিসিসিআই

২০ জুন শুরু, ৪ আগস্ট শেষ। ৪৬ দিনব্যাপী স্মরণীয় এক টেস্ট সিরিজ উপহার দিয়েছে ইংল্যান্ড ও ভারত। ব্যাটসম্যানদের দাপটের সিরিজই বলা যায়, বোলাররা তো যা একটু ভালো করলেন ওভালে শেষ টেস্টে এসে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লড়াইয়ে রেকর্ড বইয়ের একের পর এক পাতা লেখা হয়েছে নতুন করে। সবই ব্যাটসম্যানদের সৌজন্যে। ভারতের অধিনায়ক শুবমান গিল চারটি সেঞ্চুরি করে ছুঁয়েছেন এক সিরিজে কোনো অধিনায়কের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। আরও কয়েকটি রেকর্ড হাতছাড়া হয়েছে অল্পের জন্য। সেঞ্চুরির পর সেঞ্চুরিতে রেকর্ড হয়েছে। রানের বন্যায় রেকর্ড ভেসেছে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দুই বছর পর সেঞ্চুরি ও আট বছর পর ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। গড়েছেন বিরল এক কীর্তিও।

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে যত রেকর্ড

সিরিজের ২১তম সেঞ্চুরিটি এসেছে জো রুটের ব্যাট থেকে
এএফপি
• ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক সিরিজে দুই দল মিলে ৭ হাজার রান। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রান করে জিতে গেলেও মাত্র ২৭ রানের জন্যই বিশ্ব রেকর্ডটা হবে না। ১৯৯৩ সালে অ্যাশেজে ৭২২১ রান হয়েছিল। তবে সেই অ্যাশেজটা ছিল ছয় ম্যাচের। পাঁচ ম্যাচের সিরিজে এটাই রেকর্ড।
• সিরিজে ২১টি সেঞ্চুরি এক সিরিজে যৌথভাবে সর্বোচ্চ (ভারত ১২, ইংল্যান্ড ৯)। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ চার টেস্টের সিরিজেও ২১টি সেঞ্চুরি হয়েছিল।
• সেঞ্চুরি পেয়েছেন দুই দলের ১২ ব্যাটসম্যান, এটিও যৌথভাবে রেকর্ড। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ১২ জন সেঞ্চুরি পেয়েছিলেন।
• সিরিজে ৩০০ বা এর চেয়ে বেশি রানের দলীয় ইনিংস ১৪টি, যা ছুঁয়েছে আগের রেকর্ড। ১৯২৮-২৯ অ্যাশেজেও ১৪ বার ৩০০ হয়েছিল।

গিলের কীর্তি

২০ রানের জন্যই এক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডে সুনীল গাভাস্কারকে ছুঁতে পারেননি শুবমান গিল, থেমেছেন ৭৫৪ রানে। তবে অনেক কীর্তি গড়েই ইংল্যান্ড ছাড়ছেন ভারত অধিনায়ক।

অ্যান্ডারসন–টেন্ডুলকার সিরিজে চতুর্থ সেঞ্চুরির পর ভারত অধিনায়ক শুবমান গিল
এএফপি
• ভারতের হয়ে এক সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানের মতো অধিনায়ক হিসেবেও এক সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান। এই রেকর্ডে ওপরে শুধু স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৩৬-৩৭ মৌসুমের অ্যাশেজে ঘরের মাঠে ৮১০।
• চারটি সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ব্র্যাডম্যান ও গাভাস্কারের পাশে বসেছেন গিল।
• এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে আরও ১৫ জনের সঙ্গে যৌথভাবে দুইয়ে গিল। ৫ সেঞ্চুরি নিয়ে রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত থ্রি ডব্লুর একজন ক্লাইড ওয়ালকটের, ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
• এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান। এজবাস্টনে ৪৩০ রান (২৬৯ ও ১৬১) করেছেন গিল। ২৬ রানের জন্য ছুঁতে পারেননি ইংল্যান্ডের গ্রাহাম গুচকে। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৪৫৬ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক (৩৩৩ ও ১২৩)।
আরও পড়ুন

স্টোকসের কীর্তি

ওল্ড ট্রাফোর্ড টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নিয়ে বেশ কয়টি কীর্তি গড়েছেন স্টোকস।

আট বছর পর টেস্টের এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন বেন স্টোকস
এএফপি
• ইংল্যান্ডের প্রথম অধিনায়ক ও সব মিলিয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট।
• এই কীর্তিতে সব দেশ মিলিয়ে পঞ্চম অধিনায়ক।
• গ্যারি সোবার্স, ইয়ান বোথাম ও জ্যাক ক্যালিসের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যারিয়ারে কমপক্ষে ১০ সেঞ্চুরি ও পাঁচবার ইনিংসে ৫ উইকেট।

জাদেজার ৫১৬ ও ৬ বার ৫০+

সিরিজে ছয়বার ৫০ ছাড়িয়েছেন রবীন্দ্র জাদেজা, পেয়েছেন একটি সেঞ্চুরিও
এএফপি
• ছয়বার ৫০ ছাড়িয়েছেন রবীন্দ্র জাদেজা, যা ছয় বা এর নিচে ব্যাট করে এক সিরিজে সবচেয়ে বেশি ৫০+ ইনিংস খেলার যৌথ রেকর্ড।
• সিরিজে ৫১৬ রান জাদেজার। ভারতের হয়ে এক সিরিজে পাঁচের নিচে নেমে যা সর্বোচ্চ, সব মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ।
আরও পড়ুন