হারিস রউফের দুঃসময়: এবার পিএসএল থেকে ছিটকে গেলেন

পিএসএলে আর খেলতে পারবেন না হারিস রউফপিসিবি

সময়টা মোটেও সুবিধার যাচ্ছে না হারিস রউফের। এবার কাঁধের চোটে পিএসএল শেষ হয়ে গেছে পাকিস্তানি পেসারের। সেরে উঠতে কমপক্ষে ৪-৬ সপ্তাহ সময় লাগবে তাঁর।

গতকাল করাচি কিংসের বিপক্ষে ২ উইকেটে হারা ম্যাচে ক্যাচ নিতে গিয়ে চোট পান লাহোর কালান্দার্সের হয়ে খেলা রউফ। শেষ ওভারে হাসান আলীর বলে দুর্দান্ত ক্যাচ নেন রউফ, তবে সেটি নিতে গিয়েই কাঁধে চোট পান। এরপরই মাঠ ছেড়ে যান। আজ এক বিবৃতিতে লাহোর জানিয়েছে, কাঁধ নড়ে গেছে রউফের। দলের পরিচালক সামিন রানা জানিয়েছেন, রউফের চোট ‘তেমন বড়’ কিছু নয়। তবে জাতীয় দলে তাঁর ‘সম্ভাবনার কথা ভেবে’ কোনো ঝুঁকি নিতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি।

এ মৌসুমে ৪ ম্যাচ বোলিং করে রউফ নেন ২ উইকেট। অবশ্য চোট পাওয়া সর্বশেষ ম্যাচে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। রউফের ছিটকে যাওয়া প্রসঙ্গে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘দল হিসেবে হারিস রউফের চোটে আমরা গভীরভাবে দুঃখিত। দলের অন্যতম স্তম্ভ বলে তাকে ছিটকে যেতে দেখা দুঃখের। তার অনুপস্থিতি টের পাব আমরা।’

সম্প্রতি পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে না চাওয়ায় আলোচনায় ছিলেন রউফ। অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে তাঁকে দলে নিতে চেয়েও পারেনি পাকিস্তান। সে সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলেন তিনি। পরে শাস্তি হিসেবে রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বছরের ৩০ জুন পর্যন্ত বিদেশি কোনো লিগে খেলার অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়। তবে এ বছরের জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের পরিকল্পনাতে ভালোভাবেই থাকার কথা তাঁর।

আরও পড়ুন

পাকিস্তান জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক আফ্রিদিও সে ইঙ্গিত দিয়েছেন, ‘দলের জন্য বড় একটা ধাক্কা। তবে সে পাকিস্তানেরও মূল বোলার এবং সামনে আমাদের অনেক খেলা আছে। ফলে বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে সেরে উঠতে যথাসম্ভব সর্বোচ্চ সময় দিতে।’

রউফকে হারানোর এ ধাক্কা সামলে দল এগিয়ে যাবে, আফ্রিদি আশা করেছেন এমন। দল হিসেবে অবশ্য সময়টা সুবিধার যাচ্ছে না লাহোরেরও। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে কোনো জয় পায়নি পিএসএলে গত দুবারের চ্যাম্পিয়নরা। আজ রাতে আবার নামবে তারা, ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।