বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষমা চেয়ে উইন্ডিজ কোচের বিদায়

ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সফাইল ছবি: এএফপি

আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের কাছে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বেই বিদায় নিতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্বকাপের সে ব্যর্থতার জেরে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফিল সিমন্স। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হবে সিমন্সের শেষ অ্যাসাইনমেন্ট।

আরও পড়ুন

সিমন্স দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নেন ২০১৯ সালে। এর আগে তাঁর অধীনেই ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের জন্য শিরোপার স্বাদ পেয়েছিল। এবার তাঁর অধীনেই বিশ্বকাপের সুপার টুয়েলভে না যেতে পারার লজ্জার স্বাদ পেল নিকোলাস পুরানের দল। যে কারণে পদত্যাগের বিবৃতিতে সবার কাছে ক্ষমাও চেয়েছেন এই কোচ।

আয়ারল্যান্ডের কাছে হেরে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
ছবি: এএফপি

পদত্যাগের বিবৃতিতে সিমন্স বলেছেন, ‘আমি জানি আমাদের এই ব্যর্থতায়  শুধু আমাদের দল নয়, বরং যেসব দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি, তাঁরা সবাই কষ্ট পেয়েছেন। আমরা বিশ্বকাপে একদমই ভালো খেলতে পারেনি এবং আমাদের এবার বাইরে বসেই টুর্নামেন্টটা দেখতে হবে। এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।’

আরও পড়ুন

সিমন্স হঠাৎ করেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি বলে দাবি তাঁর, ‘কোচের পদ ছাড়াটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, আমি বেশ কিছুদিন ধরেই এই নিয়ে চিন্তা করছিলাম। এবার এটা সবাইকে জানানোর সময় এসেছে যে আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পরেই প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছি। হয়তো কিছুটা আগেই এই সিদ্ধান্ত নিচ্ছি। তবে এখন আমি পুরোপুরিভাবে আমাদের টেস্ট দল যেভাবে উন্নতি করেছে, সেই ধারা বজায় রাখার চেষ্টা করব’।

ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো-পরবর্তী যুগের দলটাকে অনেকেই ফেবারিটের তালিকায় রাখেননি। তবে পুরানের নেতৃত্বে খেলা এই দলটা প্রথম পর্বেই বিদায় নেবে, সেটাই বা কতজন ভেবেছে!