এই পাকিস্তান ভারতের ‘বি’ দলকেও হারাতে পারবে না, মনে করেন গাভাস্কার

পাকিস্তান ক্রিকেট দলএএফপি

নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে পাকিস্তান তাকিয়ে ছিল বাংলাদেশের দিকে। গতকাল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারত, বেঁচে থাকত পাকিস্তানের সেমিফাইনালের আশা। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তানকে সঙ্গী করে বিদায় নিয়েছে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের এবারের টুর্নামেন্টে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দলটির তুমুল সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। পাকিস্তানের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, তাঁর ধারণা পাকিস্তানের এই দলটির ভারতের ‘বি’ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্যও নেই।

ভারতের সাবেক অধিনায়কের কথাগুলো ছিল এ রকম, ‘আমার মনে হয়, এমনকি ভারতের “বি” দলও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। পাকিস্তানের বর্তমান এই দলটির জন্য ভারতের “বি” দলকে হারানোও কঠিন হবে।’

ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার
আইসিসি

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিং দেখে গাভাস্কারের মনে হয়েছে, পাকিস্তানের ব্যাটসম্যানদের ইনটেন্টের অভাব আছে, ‘মোহাম্মদ রিজওয়ান তাঁর ইনিংসের প্রথম ভালোই চার মারল। আমি ভেবেছিলাম, ভিন্ন কিছু হতে যাচ্ছে।’

কিন্তু এরপর রিজওয়ান আর তাঁর সতীর্থরা যা করেছেন, সেটা ভালো লাগেনি গাভাস্কারের, ‘যা–ই হোক, পাকিস্তানের ব্যাটাররা এরপর বল ঠেকানো শুরু করে দেয়। স্ট্রাইকও বদল করছিল না। ভারতের স্পিনাররা তাদের ওভারগুলো দ্রুত শেষ করে ফেলে। বিস্ময়কর ব্যাপার ছিল যে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে কোনো তাড়নাই ছিল না।’

আরও পড়ুন

এসবের জন্য অবশ্য গাভাস্কার পাকিস্তানের ম্যানেজমেন্টকেই দুষলেন। তুলে ধরলেন বছরের পর বছর বেঞ্চের শক্তি বাড়াতে না পারার ব্যর্থতার বিষয়টি, ‘পাকিস্তানে প্রতিভাবান খেলোয়াড় আছে। কিন্তু তারা শক্তিশালী বিকল্প গড়তে পারছে না। বিস্ময়কর ব্যাপার, তারা ইনজামাম-উল-হকের মতো ব্যাটসম্যান বানাতে পারেনি। পাকিস্তান সুপার লিগ তো প্রতিবছরই হয়, কিন্তু সেই টুর্নামেন্ট থেকে এখনো উঁচু মানের কোনো ব্যাটসম্যান উঠে এল না।’

ভারত কেন পারছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন গাভাস্কার, ‘অন্যদিকে ভারত আইপিএল থেকে লাভবান হচ্ছে। জাতীয় দলে আসার আগে খেলোয়াড়েরা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফির মতো আইপিএল থেকেও অভিজ্ঞতা অর্জন করে। পাকিস্তানকে এসবে মনোযোগ দিতে হবে এবং বেঞ্চ শক্তিশালী নয় কেন, তা খুঁজে বের করতে হবে।’

আরও পড়ুন