৪১ বলে ১০২ রানের পর ৩২ বলে ৮৯—হেডের তাণ্ডবের রহস্য ‘ঠান্ডা মাথা’

গতকাল ৩২ বলে ৮৯ রান করেছেন হেডএএফপি

এবারের আইপিএলে যা শুরু করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান! ট্রাভিস হেড নামটা শুনেই অনেক বোলারের শিরদাঁড়া দিয়ে নেমে যেতে পারে ভয়ের শীতল স্রোত। এখন পর্যন্ত ইনিংস খেলেছেন ৬টি, রান করেছেন ৩২৪। সেটা ২১৬ স্ট্রাইক রেটে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরির পর গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলেছেন ৩২ বলে ৮৯ রানের ইনিংস। কীভাবে এমন নিয়মিত ধ্বংসলীলা চালান হেড, গতকাল ম্যাচ শেষে জানিয়েছেন এই ওপেনার। অস্ট্রেলিয়ার এই ওপেনারের দাবি, শুধু শান্ত থেকে মারার চেষ্টাই করেছেন তিনি।

এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচ থেকেই তাণ্ডব চালাচ্ছেন হেড। সানরাইজার্স হায়দরাবাদের দ্বিতীয় ও নিজের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে করেন ১৮ বলে ফিফটি, খেলেন ২৪ বলে ৬২ রানের ইনিংস। এরপর বেঙ্গালুরুর বিপক্ষে করেন ৩৯ বলে সেঞ্চুরি, সেদিন ফিফটি করেন ১৬ বলে। কালও দিল্লির বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছেন।

৩৯ বলে সেঞ্চুরির পর হায়দরাবাদের ট্রাভিস হেড
বিসিসিআই

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে গতকাল হেড বলেছেন, এমন ভয় ধরানো ব্যাটিং করার রহস্য মাথা ঠান্ডা রাখতে পারা, ‘এটা দারুণ, আমরা ভালো সময় কাটাচ্ছি। শান্ত থেকে বল মারার চেষ্টা করেছি। বিষয়গুলো সহজভাবে দেখা, বলের মেধা অনুযায়ী খেলাটাই জরুরি। ছন্দ ধরে রাখতে পেরে সন্তুষ্ট।’

আরও পড়ুন

হায়দরাবাদের হয়ে শুধু হেডই যে দারুণ খেলছেন, তা নয়। আছেন অভিষেক শর্মাও। যিনি ৭ ইনিংসে রান করেছেন ২৫৭, তাঁর স্ট্রাইক রেটও ২১৫.৯৬। গতকাল অভিষেক করেছেন ১২ বলে ৪৬ রান। এই তরুণ ওপেনারকে নিয়ে হেড বলেছেন, ‘সর্বশেষ ম্যাচে পাওয়ার প্লেতে প্রথমবার আমরা স্পিন দেখি। অভিষেক কতটা স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক, সেটা সেই ম্যাচে দেখা গেছে। আমরা স্পিনের বিপক্ষে ওর কাজটা করতে দিতে চাই। ও ওর কাজটা আজও (কাল) করেছে।’

হেড অস্ট্রেলিয়ার হয়েও দারুণ ছন্দে আছেন অনেক দিন ধরে। বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে শিরোপা জিতিয়েছেন। এর আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সেঞ্চুরি করেছিলেন। এবার আইপিএলে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন। সব মিলিয়ে নিজের দারুণ সময় নিয়ে তিনি বলেছেন, ‘দুই বছর কঠোর পরিশ্রমের পর সফলতা আসছে। টি-টোয়েন্টিতে ওপরের দিকে ব্যাট করতে পেরেও ভালো লাগছে।’

আরও পড়ুন