ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে রোহিতের অনন্য কীর্তি

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আজ দুবাইয়েছবি: আইসিসি

বিরাট কোহলির অসাধারণ এক ইনিংসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে রোহিত শর্মার ভারত। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠে অনন্য এক কীর্তিই গড়েছেন ভারতের অধিনায়ক রোহিত। ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। রোহিতের নেতৃত্বে এর আগে ভারত খেলেছে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

চ্যাম্পিয়নস ট্রফির নকআউটে এই নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ফলটা ৩-০! এবারের সেমিফাইনালের আগে চ্যাম্পিয়নস ট্রফিতে ১৯৯৮ ও ২০০০ সালের কোয়ার্টার ফাইনালে জিতেছে ভারত।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা
এএফপি

দুবাইয়ে আজকের সেমিফাইনালে অবশ্য অস্ট্রেলিয়ার ইনিংসের পর জয় পাওয়া নিয়ে অতটা নিঃসন্দেহ ছিলেন না রোহিত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রান করে। অস্ট্রেলিয়ার এই স্কোর নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘শেষ বলের আগে পর্যন্ত কিছুই নিশ্চিত ছিল না। ম্যাচের মাঝামাঝি সময়ে আমাদের মনে হয়েছিল, এটা ভালো স্কোর এবং আমাদের সত্যিকার অর্থে অনেক ভালো ব্যাটিং করতে হবে।’

ভালো ব্যাটিং করার সেই কাজটা খুব ভালোভাবেই করেছেন ভারতের ব্যাটসম্যানরা, বিশেষ করে কোহলি। রোহিত বলেছেন, ‘আমার মনে হয়, ব্যাটিংয়ে আমরা নিখুঁত ছিলাম। আমরা খুব শান্ত ছিলাম। উইকেটও ভালো মনে হচ্ছিল এবং এটাই এখানকার উইকেটের আচরণ।’

আরও পড়ুন

জয়ের জন্য ব্যাটসম্যান-বোলার সবাইকেই কৃতিত্ব দিয়েছেন রোহিত। তবে ৯৮ বলে ৮৪ রান করা কোহলির জন্য বাড়তি প্রশংসাই বরাদ্দ ছিল। কোহলিকে নিয়ে রোহিতের কথা ছিল এ রকম, ‘সে আমাদের জন্য এটা অনেক বছর ধরেই করে আসছে...আমাদের বড় জুটি দরকার ছিল, যেটা শ্রেয়াস ও বিরাট করেছে।’

আরও পড়ুন